• লিড নিউজ
  • স্বাস্থ্য

বিএমইউতে ক্যানসার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে: উপাচার্য

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ক্যানসারের অত্যাধুনিক চিকিৎসা ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি ক্যানসার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

‎শনিবার (১ নভেম্বর) বিএমইউয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে ‘প্রমাণভিত্তিক প্রিসিশন অনকোলজি : শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের সমন্বয়’ শীর্ষক ফায়ারসাইড আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। বিএমইউ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বিএমইউতে একটি ক্যানসার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে, যাতে রোগীরা আধুনিক সেবা পান এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ নিতে পারেন। তিনি জানান, এ বিষয়ে শিগগিরই ন্যাশনাল ক্যানসার সেন্টার সিঙ্গাপুরের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হবে। তিনি আরও বলেন, এ ধরনের অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। অনকোলজি বিভাগে এআই-ভিত্তিক অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন কেনার জন্য ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে।

‎আলোচনা সভার মূল আলোচনায় প্রিসিশন অনকোলজির ভবিষ্যৎ, এআই-নির্ভর ক্যানসার চিকিৎসা, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং গবেষণাভিত্তিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর ন্যাশনাল ক্যানসার সেন্টারের ডেপুটি সিইও (স্ট্র্যাটেজিক পার্টনারশিপস) প্রফেসর ডা. হান চং তোহ। তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রিসিশন অনকোলজির অগ্রগতি এবং বাংলাদেশে উচ্চমানের ক্যানসার চিকিৎসা ও গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

‎বিএমইউ’র ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হুসাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়া, ডা. মাহমুদ হাসান ‘এআই ইন রেডিওথেরাপি কনটোউরিং’ বিষয়ে উপস্থাপনা করেন। অনকোলজি বিভাগের এমডি ও এফসিপিএস রেসিডেন্টরা তাঁদের কারিকুলাম শেয়ার করেন এবং কেস প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

মন্তব্য (০)





  • company_logo