• লিড নিউজ
  • জাতীয়

‎হাসিনা ও তার দোসরদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: সাদিক কায়েম

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক মো. কায়েম বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে এখনও বসে আছে ফ্যাসিবাদের দোসররা। সেখানে বসেই তারা ষড়যন্ত্র, চক্রান্ত করছে। এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

‎আজ শনিবার (১ নভেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর ভিপি। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

‎ভিপি আবু সাদিক মো. কায়েম বলেন, যারা গণহত্যা করেছে, তাদের বিচারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা ও ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

‎আবু সাদিক মো. কায়েম বলেন, ‘খুনি শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের দোসরদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। কারণ তারা সন্ত্রাসী দল। লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সব সম্ভাবনাকে নষ্ট করেছে। লোপাট করেছে হাজার হাজার কোটি টাকা। ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনীতিকে। পাশাপাশি ধ্বংস করেছে দেশের সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থাকেও। সুতরাং, এদেশে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও তার সব দোসরদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনসাফ-ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে।’

‎ইনসাফ ও ন্যায়বিচারের প্রশ্নে শিক্ষার্থীদের প্রতিবাদ ও প্রতিরোধ জারি রাখার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি আবু সাদিক মো. কায়েম বলেন, ‘আমরা যদি সত্য পথে চলতে পারি, তাহলে এই জুলাইয়ে যে প্রজন্ম তৈরি হয়েছে, সে প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে।’

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘৫৪তম ব্যাচের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন...

image

জেলেদের জীবন-জীবিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি: মৎস্য উপদে...

নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন...

image

প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত: দুর্যোগ...

নিউজ ডেস্কঃ মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্...

image

এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ

নিউজ ডেস্কঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে জাতীয় অর্থন...

image

সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স: উপ-প্রে...

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্র...

  • company_logo