• লিড নিউজ
  • জাতীয়

‎১০ মাসে আওয়ামী লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি বছরের গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

‎আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। মূলত এই ৪৬ জনকে গ্রেফতার উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

‎তালেবুর রহমান জানান, শুক্রবার রাজধানীর সাতটি স্থান থেকে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন, তেজগাঁও থেকে ৩ জন ও উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার হওয়া এসব নেতাকর্মীর অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন এবং টাকার বিনিময়ে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। তিনি মনে করেন, এসব মিছিলের পেছনে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করছেন।

‎মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, যারা এই ঝটিকা মিছিলে আর্থিকভাবে সহায়তা করছেন, তাদেরও আইনের আওতায় আনার কাজ চলছে। পুলিশের এই কর্মকর্তা মনে করেন, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা এবং যে কোনো মূল্যে রাজধানীতে নিজেদের অবস্থান জানান দেয়াই এসব মিছিলের মূল উদ্দেশ্য।

মন্তব্য (০)





image

ঢাকায় রাশিয়ান হাউসে ‘স্পুটনিক কসমসফেস্ট ২০২৫’ উদযাপন

নিউজ ডেস্কঃ পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক-১&r...

image

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনি...

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ব...

image

‎চরমপন্থি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বৈশ্বিক ঐক্যের আহ্বান ...

নিউজ ডেস্কঃ চরমপন্থা ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর ক্রমবর্ধ...

image

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্কঃ ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন ...

image

‎ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে:...

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম স...

  • company_logo