ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা দ্রুত এগোচ্ছে এবং সেখানে খুব শিগগিরই একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে।
শনিবার (২৫ অক্টোবর) দোহায় জ্বালানি ভরার বিরতিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি একটি স্থায়ী শান্তি হওয়া উচিত। তিনি জানান, প্রয়োজন হলে কাতার শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক।
তবে হামাসকে সতর্ক করে ট্রাম্প বলেন, জিম্মিদের মৃতদেহ দ্রুত ফেরত দিতে হবে, না হলে এর পরিণতি ভোগ করতে হবে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, হামাসকে এখনই নিহত জিম্মিদের মরদেহ ফেরত দিতে হবে—যার মধ্যে দুইজন মার্কিন নাগরিকও আছেন—অন্যথায় এই মহান শান্তি প্রক্রিয়ায় যুক্ত দেশগুলো ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, কিছু মরদেহ পৌঁছানো কঠিন হলেও অন্যগুলো সহজেই ফেরত দেওয়া সম্ভব। কিন্তু তারা কোনো কারণবশত তা করছে না। হয়তো এটা তাদের নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পর্কিত।
ট্রাম্প সতর্ক করে বলেন, আমি বলেছিলাম, উভয় পক্ষের সাথেই ন্যায্যভাবে আচরণ করা হবে—কিন্তু তা তখনই সম্ভব, যদি তারা নিজেদের দায়িত্ব পালনে সম্মত হয়। আগামী ৪৮ ঘণ্টায় তারা কী করে, সেটিই এখন দেখার বিষয়। আমি বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে পাকি...
নিউজ ডেস্ক : তুরস্কে আফগানিস্তানের তালেবান সরকার ও পাকিস্তানের প্রতিনিধি...
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আম...
আন্তর্জাতিক ডেস্ক: চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদন কর...

মন্তব্য (০)