• রাজনীতি

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: ডাঃ জাহিদ হোসেন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : শিক্ষকরা জাতি গড়ার কারিগর। অথচ এই সম্মানিত ব্যক্তিদের দারা ভোট চুরির মতো জঘন্যতম অপরাধ গুলো করে নেওয়া হয়েছে। বিগত দিনে দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। 

আজ ২৪ অক্টোবর শুক্রবার সকালে হাকিমপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে উপজেলার শিক্ষক কর্মচারীগনের সাথে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপার্নের উপদেষ্টা  অধ্যাপক  ডাঃ এজেডএম জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তাফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, একটি জাতিকে ধ্বংস করতে দুটি জিনিস যথেষ্ট। তার একটি হচ্ছে সংস্কৃতি। যেখানে সারাক্ষণ নাচ-গান ও সিরিয়ালের মধ্যে রাখা। অপরটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। তাহলে এদেশে কোন সাংবাদিক, শিক্ষক, ডাক্তার ও সাইনটিস্ট তৈরি হবে না। অর্থাৎ একটি অর্থবহ জাতি তৈরি হবে না। 

তিনি আরও বলেন, বাহাত্তরের পরে এমপিও ভূক্ত শিক্ষকদের সম্মানিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দ্বায়িত্ব পেলে শিক্ষক কর্মচারী গনকে অবশ্যই সম্মানিত করা হবে এবং দাবি পুরনে বিএনপি সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ! 

এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মহিউদ্দিন আব্দুল্লাহ আল হাদি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জামান আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ সভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওহেদুর রহমান রিপন, যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রিমন প্রদান সহ অনেকে। 

এর আগে সকাল সাড়ে দশটার দিকে বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেট সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। 

মন্তব্য (০)





image

সব দলকেই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক : ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে ...

image

‎শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার খুব বেশি পার্থক্...

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার ১৫ বছরের শাসনব্যবস্থার সঙ্গে গত...

image

‎সব দলকেই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

নিউজ ডেস্কঃ ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থ...

image

এনসিপি ছাড়ছেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আহম্মদ হামীম...

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের খুলনার অন্যতম সম্মুখ যোদ্ধ...

image

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন সালাহউদ্দিন

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-এনসিপির জ...

  • company_logo