
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানতে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি।’
বেবিচক চেয়ারম্যান আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ দেবে।
তদন্ত দল ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এতে শত শত কোটি টাকার আমদানি পণ্য পুড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস, বেবিচক ও সিভিল এভিয়েশন মন্ত্রণালয়সহ একাধিক সংস্থা পৃথকভাবে তদন্ত শুরু করেছে।
নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোটে শান্তি-শৃঙ্খ...
নিউজ ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি ...
নিউজ ডেস্ক : দেশের মৎস্য সম্পদ রক্ষার জন্য মা মাছ ধরা বন্ধের আহ্বান জানি...
নিউজ ডেস্ক : ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে তালিকা সামা...
নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ...
মন্তব্য (০)