• লিড নিউজ
  • স্বাস্থ্য

দেশের সব সরকারি হাসপাতালে করা যাবে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা এখন থেকে বিনামূল্যে করা যাবে। জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে করতে হয় এমন এ পরীক্ষাটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবে পরীক্ষার জন্য চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন লাগবে।

‎স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎এতে বলা হয়, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-১ পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে দেশের সকল সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-১ পরীক্ষা আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বিনামূল্যে করণের বিষয়ে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।’

‎প্রসঙ্গত, ডেঙ্গু শনাক্তে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে এ পরীক্ষা করে ডেঙ্গু সংক্রমণ আছে কি না তা নির্ণয় করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, এ পরীক্ষা করতে হলে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন জমা দিতে হবে।

‎স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা চালুর ফলে সাধারণ মানুষ দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিতে আরও আগ্রহী হবেন, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে।

‎প্রসঙ্গত, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে কয়েক লাখ ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে বিনামূল্যে এনএস-১ পরীক্ষার উদ্যোগটিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫১০ জন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃ...

image

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গ...

image

অ্যানথ্রাক্স সংক্রমণের কারণ অনুসন্ধানে বাকৃবির গবেষক দল

বাকৃবি প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে ...

image

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্য...

image

‎ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরী করতে হবে: স্বাস...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে ক্যান্সার চিকিৎসায় অধিক সংখ্যক বিশেষজ...

  • company_logo