
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা এখন থেকে বিনামূল্যে করা যাবে। জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে করতে হয় এমন এ পরীক্ষাটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবে পরীক্ষার জন্য চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন লাগবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-১ পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে দেশের সকল সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-১ পরীক্ষা আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বিনামূল্যে করণের বিষয়ে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।’
প্রসঙ্গত, ডেঙ্গু শনাক্তে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে এ পরীক্ষা করে ডেঙ্গু সংক্রমণ আছে কি না তা নির্ণয় করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, এ পরীক্ষা করতে হলে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন জমা দিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা চালুর ফলে সাধারণ মানুষ দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিতে আরও আগ্রহী হবেন, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রসঙ্গত, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে কয়েক লাখ ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে বিনামূল্যে এনএস-১ পরীক্ষার উদ্যোগটিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
নিউজ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃ...
নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গ...
বাকৃবি প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্য...
নিজস্ব প্রতিবেদকঃ দেশে ক্যান্সার চিকিৎসায় অধিক সংখ্যক বিশেষজ...
মন্তব্য (০)