• রাজনীতি

শিবিরকে নারীবিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়, বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা: জাহিদুল ইসলাম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। নারীর অধিকার রক্ষায় ইসলাম যেমন প্রোমোট করেছে, ছাত্রশিবিরও সেইভাবে ছাত্রীবোনদের প্রোমোট করে।

‎সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ শাখা আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ছাত্রশিবির সভাপতি আরও বলেন, ‘ছাত্রশিবির হিন্দু ভাই-বোনসহ সবার পাশে ইতিবাচক ভূমিকা রাখছে। যারা কথায় কথায় দেশপ্রেমের কথা বলে দেশ থেকে হাজার কোটি টাকা লুট করেছে, খুন-গুম করেছে ছাত্রশিবির এমন দেশপ্রেমিক চায় না। আমরা এমন দেশপ্রেমিক তৈরি করি, যেখানে কোনো জুলুম-নির্যাতন বা লুটপাট থাকবে না।’

‎তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ছাত্রশিবিরে যোগ দেয়া বাধ্যতামূলক নয়। তবে সংগঠন সম্পর্কে জানতে পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে শিক্ষক ও অভিভাবকরা দিকনির্দেশনা দেবেন, কিন্তু মূল কাজগুলো করতে হবে নিজেরাই। সফল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।’

‎তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির তোমাকে স্বপ্ন দেখায়, লক্ষ্য ঠিক করে দেয় এবং বাস্তবায়নে গাইডলাইন দেয়। স্বপ্ন বাস্তবায়নে যা করণীয়, সেটাই করবে।’

‎অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ ও শহর শাখা। এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

‎সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাসুদুজ্জামান।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।

‎এছাড়া উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বুয়েটের শিক্ষার্থী ইরফান হাসান সাকিব, শহর শিবিরের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাবিবুর রহমান, শহর সেক্রেটারি মেহেদী হাসান, একাদশ শ্রেণির শিক্ষার্থী শানজিন নাহার শুভা ও তাসনিম আলম প্রমুখ।

‎অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মো. মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগের প্রধান ড. শাহিনুর রহমান, কলেজের উপাধ্যক্ষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মন্তব্য (০)





image

জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে বড় বিজয়: আখতার ...

রংপুর ব্যুরো : চব্বিশের জুলাইয়ের আন্দোলনে আমরা ফ্যাসিবাদকে ত...

image

শেখ হাসিনার রায় হলে নির্বাচনে কোনো বাধা নেই: সারজিস

জামালপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চ...

image

‎পিআর ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি...

image

নাশকতার মামলায় মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ নেতাকর্মীর অব্যাহতি

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার এক মামলায় বিএন...

image

সারকারখানা থেকে হাজার কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ: মঈন খান

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খ...

  • company_logo