• রাজনীতি

ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলো জামায়াতে ইসলামী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর ও জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল ও জেলা জামায়াতের আমীর মো. আবদুল করিমের নেতৃত্বে নেতাকর্মীরা। এর আগে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহ-সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদারসহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তবর্তী সরকার গঠিত হয় এবং গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। কিন্তু ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন এগিয়ে গেলেও জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ও গণভোট আয়োজনের বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

জামায়াতে ইসলামী স্মারকলিপিতে দুটি প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে—জুলাই জাতীয় সনদের জন্য “সংবিধান আদেশ” জারি করা। নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা।

তাদের মতে, এই পদক্ষেপ না নিলে জনগণের রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানের সাফল্য ব্যর্থতায় পর্যবসিত হবে।

এছাড়া, কালো টাকা, পেশিশক্তি ও ভোট কারচুপি রোধ করে প্রতিটি ভোটের মূল্যায়নের লক্ষ্যে PR (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিও স্মারকলিপিতে জানান। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের জন্য জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও উত্থাপন করে।

স্মারকলিপিতে বলা হয়, জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো উদ্যোগ না নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাই ৫-দফা দাবির ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানায়।

মন্তব্য (০)





image

সারকারখানা থেকে হাজার কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ: মঈন খান

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খ...

image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান...

image

ক্ষোভ ঝাড়তে সেই উপমা ব্যবহার করা উচিত হয়নি: সারজিস

নিউজ ডেস্ক : পঞ্চগড়ে পথসভায় বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় চটে...

image

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান

নিউজ ডেস্ক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী ...

image

আগামী বছর আমাদের বিয়ে: ইশরাকের বাগদত্তা নুসরাত

নিউজ ডেস্ক : ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি চেয়ারপারসন...

  • company_logo