
ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজিপুরের কালীগঞ্জে শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন”। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ আর.আর.এন. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ইতোমধ্যে ৪৫ হাজার ৫০০ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। পুরো উপজেলায় ৮২ হাজার ৮২১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিক্ষার্থী এবং একই বয়সী স্কুলবহির্ভূত (ড্রপ আউট) শিশুদের এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে। স্কুল পর্যায়ে ১০ দিনে ১০টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে ৮টি কেন্দ্রে নির্ধারিত দিনে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ান রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, মেডিকেল অফিসার জিসেলী ঘোষ মুনমুন, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, কালীগঞ্জ আর.আর.এন. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইকবাল হোসেন চৌধুরী, শফিকুল আলম সহ ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকা দিতে আহ্বান জানানো হয়েছে।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত)...
নিউজ ডেস্কঃ সচেতনতা আর টিকাদানেই টাইফয়েড রোগ নিয়ন্ত্রণ করা স...
নওগাঁ প্রতিনিধি: প্রথমবারের মতো সারা দেশের সঙ্গে নওগাঁতেও শু...
নিউজ ডেস্কঃ সারাদেশের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির সব শিক...
নিউজ ডেস্কঃ সারাদেশে সরকারের ‘সম্প্রসারিত টিকাদান কর্ম...
মন্তব্য (০)