• জাতীয়

চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে, এমন সংবাদ ঠিক নয়: অর্থ উপদেষ্টা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে— প্রকাশিত এমন সংবাদ ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র বিমোচনসহ কিছু বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে জানান উপদেষ্টা।

‎তিনি বলেন, ‘সরকার খাদ্যমূল্যস্ফীতি কমাতে চায়, মূল্যস্থিতির আগের থেকে ভালো অবস্থায় থাকলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আরো সময় লাগবে।’

‎এসময়, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে থেকে ৫০ হাজার মেট্রিক টন করে গম ও চাল আমদানি করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে।

‎সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি নতুন করে হতে যাচ্ছে পে স্কেল। পাশাপাশি বকেয়া ভর্তুকির অর্থও পরিশোধ করছে সরকার। এ অবস্থায় রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাড়তি এই ব্যয়ের অর্থসংস্থান নিয়ে সরকার চিন্তায় রয়েছে বলে খবর প্রকাশিত হয় বেশ কিছু গণমাধ্যমে।

‎মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ড. সালেহউদ্দিন আহমেদ।বলেন, সরকার কোনো অপব্যয় করছে না। তাই সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সমস্যা হচ্ছে এ কথা ঠিক নয়।

‎যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়ানোর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার মেট্রিক টন গম ও মজুত বাড়াতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তবে ফাইটার জাহাজ কেনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দেননি তিনি।

‎অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র বিমোচনসহ কিছু বিষয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে জানান উপদেষ্টা। বলেন, সরকার খাদ্যমূল্যস্ফীতি কমাতে চায়,মূল্যস্থিতির আগের থেকে ভালো অবস্থায় থাকলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আরো সময় লাগবে।

‎আসন্ন যুক্তরাষ্ট্র সফরে আইএমএফ, এডিবি, এআইডিবি, বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা হবে। তবে এবারের সফর হবে মূলত ফলোআপ। নতুন সরকার আসার পর বড় সিদ্ধান্তগুলো নেবে বলে জানান অর্থ উপদেষ্টা।

মন্তব্য (০)





image

‘ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ উপদেষ্টা পরিষদে অন...

নিউজ ডেস্ক : আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ ন...

image

যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, আমরা নতুন মিডিয়া ...

নিউজ ডেস্ক : নতুন টেলিভিশন অনুমোদন নিয়ে যে হাহাকার, এই হাহাকার হচ্ছে পু...

image

‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ সরকার’

নিউজ ডেস্ক :  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরক...

image

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

নিউজ ডেস্ক : বিশ্বের বড় কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর তৎপর হয়েছে ব...

image

জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা, নেতৃত্বে প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক : জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ অক...

  • company_logo