• জাতীয়

‘ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।

তিনি জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের মূল উদ্দেশ্য হলো ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে গোপনীয়তা, সুরক্ষা, বিশ্বস্ততা ও নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি ন্যায্যতা, আন্তঃপরিবাহিতা, ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা সংরক্ষণ এবং দায়িত্বশীল উদ্ভাবনকে উৎসাহিত করাও এই আইনের লক্ষ্য।

অধ্যাদেশ কার্যকর হলে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, ব্যবহার, পুনর্ব্যবহার, স্থানান্তর, প্রকাশ বা বিনষ্টকরণ—সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় থাকবে বলে জানান ফয়েজ আহমদ তৈয়ব। তিনি আরও বলেন, এটি দেশের ডিজিটাল খাতের উন্নয়ন ও নাগরিকের ডেটা অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

শফিকুল আলম জানান, দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ জন্য সরকার ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে।

সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

মন্তব্য (০)





image

‎৯৯৯ এর সার্বিক সক্ষমতা বাড়াতে আরও ১০০ ওয়ার্কস্টেশন করতে ...

নিউজ ডেস্কঃ ৯৯৯-এর সার্বিক সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমানে পূর...

image

‎রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়ায় নারীর পূর্ণ অংশগ্রহণ জরু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়ায় নারীর...

image

যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, আমরা নতুন মিডিয়া ...

নিউজ ডেস্ক : নতুন টেলিভিশন অনুমোদন নিয়ে যে হাহাকার, এই হাহাকার হচ্ছে পু...

image

‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ সরকার’

নিউজ ডেস্ক :  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরক...

image

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

নিউজ ডেস্ক : বিশ্বের বড় কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর তৎপর হয়েছে ব...

  • company_logo