• সমগ্র বাংলা

আসন্ন জাতীয় নির্বাচনে দিনাজপুর ২ আসনে বিএনপির প্রার্থীতা পাচ্ছেন সোহেল রানা?

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : যতই দিন গড়াচ্ছে জাতীয় নির্বাচনের।  ততই সক্রিয় উঠছেন সম্ভাব্য এমপি প্রার্থীসহ দলীয় নেতাকর্মী সমর্থকেরা। বদলে যাচ্ছে মনোনয়ন প্রাপ্তির হিসাব নিকাশ। সেই সাথে সম্ভাব্য প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনায় মাঠ সরবে পদচারনা বাড়ছে কর্মী সমর্থকদের। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন? তাই নিয়েও আগ্রহ বাড়ছে তাদের। হ্যান্ডবিল বিলবোর্ডে শোভা পাচ্ছে প্রচারনার ধরন। 

 

মনোনয়ন প্রত্যাশিরা দাপিয়ে বেড়াচ্ছেন সামাজিক কর্মকান্ডেও। বড় রাজনৈতিক দল বিএনপিতে মনোনয়ন প্রত্যাশিদের তৎপরতা দৃষ্টি কাড়ছে বেশী। তবে বহু আগেই প্রার্থী মনোনয়ন নিশ্চিত হয়েছে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে। দিনাজপুরের ৬টি নির্বাচনী আসনে ৬জন চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষনা করেছে জামায়াতে ইসলামী।  

অন্যদিকে বিএনপিতে চলছে কে মনোনয়ন পাচ্ছেন?  সেই হিসেব নিকেষ। 

দিনাজপুর ২ আসনে ( বিরল- বোচাগঞ্জ) দলীয় মনোনয়ন পেতে সাদিক রিয়াজ পিনাক, বিরলের সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন. ম বজলুর রশিদ কালু, মোজাহারসহ আরো বেশ কয়েকজন তৎপর রয়েছেন। এরই মধ্যে সুপ্রীম কোর্টের আইনজীবি সোহেল রানার পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন সমর্থক কর্মীরা। যুবদলের সাবেক এই কর্মী আলোচনায় আসার কারন ২০১৫ সালে বেগম খালেদা জিয়াকে বাসভবনে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ রাখার প্রতিবাদে আন্দোলন সংগ্রামে  নেতৃত্বের ভূমিকায় ছিলেন সোহেল রানা। রাজপথে, সংগঠনের বৈঠকে, আন্দোলনের কৌশলগত পরিকল্পনায় এবং আইনগত সহায়তার ক্ষেত্রেও তিনি সামনে থেকে কাজ করেছেন।

দল এবং দলীয় নেত্রীর পক্ষে তার অবস্হানের কারনে দিনাজপুরের  বিরলের কৃতি সন্তান  সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা—ফ্যাসিস্ট সরকার আমলে রাষ্ট্রীয় সন্ত্রাসের নির্মম শিকার হন। তাকে ঢাকায় উত্তরার ৫নং সেক্টর থেকে তুলে নিয়ে টানা ৬ মাস ৩ দিন আয়না-ঘরে গুম করে রাখা হয়েছিল। বলা হচ্ছে, এসব অবদানের স্বীকৃত স্বরুপ তিনি গ্রীন সিংনালে দিনাজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন। 

আইনজীবী সোহেল রানার পৈতৃক বাড়ি বিরল উপজেলার ৪নং ইউনিয়নে।

মন্তব্য (০)





  • company_logo