
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে যারা শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ে আগ্রহী, তাদের জন্য বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) শীঘ্রই সমন্বিত প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণে তিনি কর্তৃপক্ষকে আহ্বান জানান।
মঙ্গলবার ঢাকার বিসিটিআই মিলনায়তনে আয়োজিত চারটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সের চলচ্চিত্র প্রদর্শনী, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আহতদের সম্মানজনক পুনর্বাসনের লক্ষ্যে তাদের আগ্রহ অনুযায়ী শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম খাতে যুক্ত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকতায় এবং শিগগিরই জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ না হলে তার মূল্য নেই।
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে কারিগরি দক্ষ জনবলের অভাব রয়েছে উল্লেখ করে তিনি সাউন্ড, কালার, এডিটিংসহ কারিগরি ক্ষেত্রে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।
চলচ্চিত্রের বাজার নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, বাংলাদেশ ও ভারত মিলিয়ে প্রায় ৩০ কোটি বাংলাভাষী মানুষ রয়েছে—যা একটি বড় বাজার। মানুষের চাহিদা বিবেচনা করে ভালো মানের কনটেন্ট নির্মাণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ভাষা-সংস্কৃতিভিত্তিক কনটেন্ট নির্মাণে বৈচিত্র্য আনা এবং তরুণ প্রজন্মের জন্য তা উপযোগী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আরও বক্তব্য দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি ও বিসিটিআইয়ের গভর্নিং বডির সদস্য রফিকুল আনোয়ার রাসেল। স্বাগত বক্তব্য দেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
অনুষ্ঠানের শেষে বিসিটিআই পরিচালিত চারটি স্বল্পমেয়াদি কোর্স—বেসিক ফিল্ম কোর্স, দ্বিতীয় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, তৃতীয় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ পাঠ্যধারা এবং অষ্টম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স—এর মোট ৬০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো গঠনে ন্...
নিউজ ডেস্ক : ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি র...
নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় চলমান নৃশংসতার বিষয়ে ইসরাইলি গণমাধ্যমের নীর...
নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ আজ (বৃ...
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ সারাদেশে বিজয়া দশমী ও প্রতি...
মন্তব্য (০)