• জাতীয়

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ গ্র্যাজুয়েট পুরস্কার পেলেন নরসিংদীর ফেরদৌস

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণার জন্য মর্যাদাপূর্ণ ‘গ্র্যাজুয়েট এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলার সন্তান ইঞ্জিনিয়ার মো. ফেরদৌস ওয়াহিদ। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ওহাইও (এসইএও) কর্তৃক প্রতিবছর মাত্র একজন গ্র্যাজুয়েট শিক্ষার্থী এই পুরস্কার পেয়ে থাকেন।

‎ফেরদৌস ওয়াহিদ বর্তমানে ওহাইও স্টেট ইউনিভার্সিটির সিভিল, এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওডেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেসর হালির সেজেন ও ড. আলি নাসিরির অধীনে পিএইচডি করছেন।

‎জানা গেছে, ফেরদৌস ওয়াহিদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয় ঘটিয়ে কাঠামোর ডিজাইন সহজ ও দক্ষ করার বিষয়ে গবেষণা করছেন। তিনি তাঁর ‘ওয়াকিং কলাম’ নিয়ে গবেষণা করে এই সম্মাননা অর্জন করেন।

‎চলতি মাসে যুক্তরাষ্ট্রের ওহাইওর কলম্বাসে একটি চার তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে ফেরদৌসের হাতে সেরা গবেষকের সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন এসইএও-এর প্রেসিডেন্ট। এ সময় আমেরিকান কনক্রিট ইনস্টিটিউটের (এসিআই) সাবেক প্রেসিডেন্ট প্রফেসর কেনেথ ক্লার্ক হুভার, উইলিয়াম ই রুশিং, এসইএও-এর প্রেসিডেন্ট বেনিয়ামিন জে ভ্যান দি গগসহ খ্যাতনামা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

‎মো. ফেরদৌস ওয়াহিদ তাঁর শিক্ষাজীবন শুরু করেন নরসিংদীর জামেয়া কাসেমিয়া মাদরাসা থেকে। যেখানে তিনি ২০০৫ সালে দাখিল পাস করেন। এরপর তিনি ঢাকা পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা (২০০৯) এবং ডুয়েট থেকে বিএসসি (২০১৫) সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

‎পুরস্কার জয়ের পর মো. ফেরদৌস ওয়াহিদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। ওহাইওতে অধ্যয়নরত সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এদের মধ্যে সেরা হওয়াটা সত্যিই অনেক আনন্দের। আমি বিশ্বের অন্যতম একটা মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারায় নিজেকে ধন্য মনে করছি।

মন্তব্য (০)





  • company_logo