• খেলাধুলা

‎শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • খেলাধুলা

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক: চলমান এশিয়া কাপে বাংলাদেশ তাদের সুপার ফোরের সমীকরণ মেলাতে না পারলেও শ্রীলঙ্কার কল্যাণে টিকিট পেয়েছে। আর সুপার ফোরের প্রথম ম্যাচে সেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

‎এই ম্যাচের আগে আলোচনায় টাইগারদের একাদশ। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চাইবেন লিটন কুমার দাস। তাই আফগানিস্তানের ম্যাচের একাদশ থেকে বেশকয়েকটি পরিবর্তন আনতে পারে টাইগার ম্যানেজমেন্ট।

‎ওপেনারে তানজিদ তামিম অটোচয়েজ হিসেবে মাঠে নামবেন। আফগানদের বিপক্ষে ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। তার সঙ্গে থাকবেন সাইফ হাসান। কারণ, ইমনের বদলি হিসেবে আফগানদের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করে নিজেদের প্রমাণ করেছেন তিনি।

‎আবারও বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
‎তিনে দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে, চারে তাওহীদ হৃদয় ও পাঁচে অটোচয়েজ জাকের আলী। তবে আফগানদের বিপক্ষে একাদশে সুযোগ পাওয়া নুরুল হাসান সোহানকে নিয়ে শঙ্কা রয়েছে।

‎কারণ, আফগানদের বিপক্ষে মাত্র দুই পেসার নিয়ে খেলেছিলেন টাইগাররা। তবে লঙ্কানদের বিপক্ষে তিন পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সে ক্ষেত্রে শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহানের যে কাউকে জায়গা হারাতে পারেন।

‎স্পিন বিভাগে অটোচয়েজ রিশাদ হোসেন, ব্যাটিংয়ে তার ভূমিকা রয়েছে। তার সঙ্গে দেখা যাবে নাসুম আহমেদকে। আফগানদের বিপক্ষে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি। এ ছাড়াও লঙ্কানদের বেশির ভাগ ব্যাটার ডান হাতি হওয়ায় বাড়তি সুবিধা পেতে পারেন তিনি।

‎আর পেস বিভাগে অটোচয়েজ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম সাকিবকে। এদিকে একাদশে জায়গা পাওয়ার বিষয়ে এগিয়ে রয়েছে পেস অলরাউন্ডার সাইফউদ্দিনও। কিন্তু তাকে দলে নিতে হলে একটি ব্যাটার অথবা মূল বোলারকে বিশ্রামে রাখতে হবে। এমনটি ঘটলে তাকেও একাদশে দেখা যেতে পারেন।

‎বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

মন্তব্য (০)





image

ফাইনালে খেলার এখনও সুযোগ আছে পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে হারলেও এখনও ফাইনালে ...

image

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ফাইনালের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক: মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে অনুষ্ঠিত কমনওয...

image

পাকিস্তানের শাস্তি চান ভারতীয় তারকা

স্পোর্টস ডেস্ক :  গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের চলতি আসরে প্রথম দেখা...

image

তাওহীদ হৃদয়ের পারফরম্যান্সে মুগ্ধ রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে জয়টি দারুণভাবে...

image

নিশাঙ্কাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাসকিন

নিউজ ডেস্ক : টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চ...

  • company_logo