
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ম্যাচের আগে হ্যান্ডশেক করাটা ক্রিকেট তো বটেই, অধিকাংশ খেলার একেবারে সাধারণ রীতি। তবে সবশেষ ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি। যার ফলে বিশাল কাণ্ডই ঘটে গেছে এবারের এশিয়া কাপে।
এবার এই ‘হ্যান্ডশেক বিতর্ক’ নিয়ে মুখ খুললেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি জানালেন, এই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। আর তার ইশারায় কলকাঠি নাড়ছে ‘গোদি মিডিয়া’।
বছরখানেক আগেও যখন ভারত আর পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল, তখনও দুই দলের সাবেক-বর্তমান খেলোয়াড়দের মাঝে ছিল সম্প্রীতির বার্তা। যুবরাজ সিংয়ের সঙ্গে মিলে সে ম্যাচের ভেন্যু নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ঢুকেছিলেন শহীদ আফ্রিদি। এর আগেও তো, ভারত পাকিস্তানের খেলোয়াড়রা একে অপরকে বেশ শ্রদ্ধা দিয়েই কথা বলতেন, আচরণ করতেন।
তবে সবশেষ ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে দৃশ্যটা বদলে গেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই ভারতে রব উঠেছে এশিয়া কাপেও পাকিস্তান ম্যাচ বয়কটের। শেষমেশ ম্যাচটা খেললেও তা নিয়ে কম জলঘোলা হয়নি!
সাবেক খেলোয়াড়দের মধ্যে যে শ্রদ্ধার সম্পর্ক ছিল, তাও একেবারে মিলিয়ে গেছে হাওয়ায়। এই তো কিছু দিন আগে ইরফান পাঠান শহীদ আফ্রিদিকে বলেছিলেন, ‘কুকুরের মাংস খেয়ে ঘেউ ঘেউ করছে’। ইরফান দাবি করেন, তিনি আবদুল রাজ্জাকের সঙ্গে হুবহু এ কথা বলে আফ্রিদিকে ইঙ্গিত দিয়েছিলেন। যদিও সম্প্রতি সামা টিভির একটি অনুষ্ঠানে রাজ্জাক বিষয়টি নাকচ করে দেন, তিনি জানান এমন কিছুই ইরফান বলেননি।
সামা টিভির সে অনুষ্ঠানে এরপর আফ্রিদি তাকে নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘১০ মে’র আগের সব সাক্ষাৎকার দেখলে বুঝবেন সে কতটা সম্মান দিত। ১০ মে’র পরে কী যেন হয়ে গেল তার! তার তো ভাগ্য ভালো, তখন ভারত দলে পেসার ছিল না, তাই ১২০ এর গতি নিয়ে খেলে ফেলতে পেরেছে!’
তবে পুরো পরিস্থিতিটা নিয়ে আফ্রিদি জানান, ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি, তার জন্য দায়ী নরেন্দ্র মোদি আর তার গোদি মিডিয়া। তিনি বলেন, ‘পার্থক্য হচ্ছে নরেন্দ্র মোদি। সে সবকিছু করছে। আর তাদের গোদি মিডিয়া তো কার্টুন নেটওয়ার্ক, এছাড়া আর কিছু নয়! এই যে দেখছেন ভারত পাকিস্তানের এত কিছু চলছে, তাতে তাদের মিডিয়ার বড় একটা ভূমিকা আছে, মোদি তার মানসিকতা অনুপাতে তাদেরকে চালাচ্ছে।’
ভারত পাকিস্তানের ‘নাটকের’ অবশ্য শেষ হয়নি। আগামী রোববার আবার ভারত আর পাকিস্তান মুখোমুখি হবে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে। কে জানে সে ম্যাচ কী নাটকীয়তা নিয়ে হাজির হবে!
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে হারলেও এখনও ফাইনালে ...
স্পোর্টস ডেস্ক: মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে অনুষ্ঠিত কমনওয...
স্পোর্টস ডেস্ক : গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের চলতি আসরে প্রথম দেখা...
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে জয়টি দারুণভাবে...
নিউজ ডেস্ক : টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চ...
মন্তব্য (০)