
ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মহানগর জামায়াতের আয়োজনে রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ করেন।
পাঁচ দফা দাবিগুলো হলো—১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, ২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত, ৪. ফ্যাসিক সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “জুলাই সনদ এদেশের মানুষের আকাঙ্ক্ষা, ভালোবাসা ও প্রত্যাশার প্রতীক। আরেকটি স্বৈরাচারী সরকার যাতে ক্ষমতায় বসতে না পারে, সে জন্য পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতের আন্দোলনের লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা আমীর আব্দুল করিম। এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা-৪ আসনে প্রার্থী আল হেলাল তালুকদার, শূরা সদস্য ডা. আব্দুল আজিজসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিজের পা...
আতোয়ার রহমান রানা, গাইবান্ধা : আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে গ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সাম্য ও সম্প্রীতির ...
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পা...
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং এক...
মন্তব্য (০)