
ছবিঃ সিএনআই
বাকৃবি প্রতিনিধিঃ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান আমরণ অনশনে বসেছেন। তার এই কর্মসূচিতে পরে যোগ দিয়েছেন কলেজের অন্যান্য শিক্ষকরা।
শিক্ষকরা জানিয়েছেন, কলেজে বোমা হামলার হুমকি, শিক্ষকদের শারীরিক ক্ষতির ভয়ভীতি, হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখার ভয় এবং বহিরাগত ও অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্রের প্রতিবাদেই তারা অনশন কর্মসূচি শুরু করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে কলেজ প্রাঙ্গণে এই অনশন চলছে।
ইংরেজি বিভাগের শিক্ষক বি. এম. আব্দুল্লাহ রনি জানান, দুপুর ১২টার মিটিংয়ে অধ্যক্ষ ঘোষণা দেন যে শিক্ষকদের ওপর চলমান হুমকি ও বহিরাগতদের অনুপ্রবেশের বিরুদ্ধে তিনি আমরণ অনশনে বসবেন। এরপর শিক্ষকরাও তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
অধ্যক্ষ ড. আতাউর রহমান বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিক। এর পরেই আমরা অনশন থেকে সরে দাঁড়াব।
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষা...
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষা...
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শি...
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার...
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষা...
মন্তব্য (০)