• সমগ্র বাংলা

সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন আদেশ মঙ্গলবার ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আদেশ দেবেন হাইকোর্ট।

‎সোমবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মঙ্গলবার আদেশের দিন নির্ধারণ করেন।

‎আদালতে সুলতানা পারভীনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ।

‎অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

‎এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাংবাদিক নির্যাতনের মামলায় জামিন নামঞ্জুর করে সুলতানা পারভীনকে কারাগারে পাঠান কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত।

‎মঙ্গলবার ( গত ৩১ আগস্ট বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন।

মন্তব্য (০)





  • company_logo