
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) থানা সহকারী শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল মঙ্গলবার অভিযুক্ত মতিউর রহমানকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার ইউনিট।
আজ বুধবার রাজধানীর মালিবাগ সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তার মতিউর রহমান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করেন। অভিযুক্তরা প্রতারণা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছেন। এসব স্টেটমেন্ট এবং তথ্য উপাত্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে রয়েছে।
সিআইডির অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম বলেন, টাকা প্রদান করা ব্যক্তিরা ইনবক্সে ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছে। ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের সূত্র ধরে ওই পেজের এডমিনকে ধরে তার নম্বর তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলা থেকে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সকল তথ্য-উপাত্ত তদন্তের মাধ্যমে বিশ্লেষণ করে সুনিশ্চিত হয়েছি যে এই আসামিই জড়িত।
তার বিরুদ্ধে পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। তাকে আজকে আদালতে তোলা হয়েছে।
নিউজ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মা...
নিউজ ডেস্কঃ দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নাফ নদীর পূর্ব তীরের ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষা...
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, &...
মন্তব্য (০)