• রাজনীতি

রাজনীতিতে প্রতিহিংসা আগামীর বাংলাদেশের জন্য অশনি সংকেত: আনিসুল ইসলাম মাহমুদ

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশে রাজনীতিতে প্রতিহিংসা ছড়িয়ে পড়া আগামীর বাংলাদেশের জন্য অশনি সংকেত। তিনি বলেন, দেশের গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে পার্টির নেতা-কর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি।

জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর জন্মদিন উপলক্ষে সোমবার রাতে গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে করেন। চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘জাতীয় পার্টির প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মোঃ এরশাদ প্রতিহিংসা মূলক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। কিন্তু আজ রাজনীতিতে প্রতিহিংসার ছড়াছড়ি দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি।’

তিনি আরও বলেন, পার্টির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং প্রয়াত পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও আধুনিক উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দেশে আজ অস্থিরতা বিরাজ করছে। মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে হবে। জাতীয় পার্টি কোন একক নেতৃত্বে চলবে না, পার্টির মালিকানা থাকবে দেশের ৬৪টি জেলায় তৃণমূল নেতাকর্মীদের কাছে।’

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, প্রয়াত পল্লীবন্ধু এরশাদ দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির রূপকার ছিলেন। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, সরকারি ছুটি প্রবর্তন, সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন, ওষুধনীতি, উপজেলা পদ্ধতি, মহকুমা থেকে জেলায় রূপান্তর, হাইকোর্ট বেঞ্চ সম্প্রসারণ এবং জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার সাধন করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাশরুর মাওলা, জসিম উদ্দিন ভুইয়া, আরিফ খান, সরদার শাহজাহান, ইয়াকুব হোসেন, বেলাল হোসেন, আনোয়ার হোসেন তোতা, মিজানুর রহমান দুলাল, শারফুদ্দিন আহমেদ শিপু, মাসুক রহমান, রেজাউল করিম, জিয়া উর রহমান বিপুল, মাসুম, আবুল কালাম আজাদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

আইনশৃঙ্খলার অবনতিতে নির্বাচনের পরিবেশ নিয়ে অনিশ্চয়তা:

নিউজ ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে আগামী নির্বাচনের পরিবেশ নি...

image

নীলফামারী ইপিজেড গুলিতে শ্রমিক নিহত, বিচার চায় বিপ্লবী ছা...

নিউজ ডেস্ক : নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) সেনা...

image

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

নিউজ ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলাম...

image

নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ...

image

নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল: ফখরুল

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ...

  • company_logo