• রাজনীতি

আ.লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে: টুকু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পতিত আওয়ামী লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। আওয়ামী লীগের সবার চরিত্রই এক রকম। তারা অন্যের সহায় সম্বল গ্রাস করেছে। গুম, খুন, হত্যা নির্যাতন নিপীড়নসহ রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে। সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরের ৯৫ ভাগ আওয়ামী লীগের দুর্বৃত্তরা দখল করে নিয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জের মুজিব সড়কে মাওলানা ভাসানী কলেজের সামনে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আগের দিনে পাড়া-মহল্লার প্রতিবেশীরা একসঙ্গে বসবাস করতো এবং একসঙ্গে সব ধর্মীয় উৎসবে মেতে উঠতো। হিন্দু, মুসলিম, খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ-বিভাজন ছিল না। রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়। সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভেদ বিভাজন হবে না এবং সব ধর্মের মানুষ একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরপর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমি কথা বলেছি। আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা বাণিজ্য করুন, আপনাদের কেউ আঘাত করলে সেই আঘাত আমার আত্মায় লাগে।

সিরাজগঞ্জকে রেইনবো শহরে পরিণত করার স্বপ্ন দেখেন উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জকে সাত রঙের মানুষের সহাবস্থানের শহরে পরিণত করতে চাই।

জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কল্যাণ সাহার সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি বাবু অমর কৃষ্ণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এ সময় পূজা উদযাপন পরিষদসহ সনাতনী সম্প্রদায়ের সব সংগঠনের ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার উদ্বোধন করেন সত্য নারায়ণ সারদা।

মন্তব্য (০)





image

নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন ড.ইউনূস: আখতার

নিউজ ডেস্ক :  অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুল...

image

দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ‘আগে হতে হবে’: পা...

নিউজ ডেস্ক : ‘জুলাই জাতীয় সনদ’ এর খসড়া চূড়ান্ত করে রাজনৈতিক ...

image

ইমামদের সঠিক ঈমানি কথা বলতে হবে: মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক : পিরোজপুর-১ আসনের জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগ...

image

সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়বে বিএনপি: আমির ...

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির...

image

পিআর পদ্ধতিতে কিছু দলের দ্বিমত আশাহত করে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হ...

  • company_logo