• জাতীয়

যুব দিবসে ৪৭ কোটি টাকা যুব ঋণ প্রদান করা হবে

  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আগামীকাল ৪ হাজার ৯৮৫ জন যুবককে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হবে। 

‎এ ছাড়া প্রতি বছরের ন্যায় এ বছরেও যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠত্বের ভিত্তিতে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য়, বিভাগীয় পর্যায়ে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ট্রান্স জেন্ডার, বিশেষ চাহিদা সম্পন্ন যুবদের নির্বাচন করা হবে। আজ যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠানটি সকাল দশটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ নির্ধারণ করা হয়েছে।

‎জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে। আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করার ব্রত নিয়ে বছরে প্রায় ২ লাখ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে।

‎যুব উন্নয়ন অধিদপ্তর যুব শক্তিকে সম্পদে পরিণত করতে দেশের ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। শিক্ষা, প্রশিক্ষণহীন, কর্মহীন নয় লাখ বেকার যুবকে প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

‎যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ হতে ৩৫ বছরের যুবদের গত এক বছরে ২ লাখ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করেছে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য ১ হাজার ৭৬ জন যুবককে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

‎এ দিবস উপলক্ষে স্মরণিকা, বার্ষিক প্রতিবেদন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের সাফল্য সম্বলিত পুস্তিকা, ব্রশিউর, পোস্টার, প্রকাশিত হবে। সূত্র: বাসস

মন্তব্য (০)





image

প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা, পেলেন গার্ড অব অনারও

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় পৌঁছানোর পর বাংলাদেশের প্রধান উপদেষ্ট...

image

৩০০ আসনের ফলাফল বাতিল করতে পারবে ইসি

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) চাইলে ৩০০ আসনের ফল বাতিল কর...

image

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: দুদক চেয়ারম্যান ‎

নিজস্ব প্রতিবেদকঃ জয়পুরহাটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়...

image

‎নির্বাচনে ইভিএম বাতিল, থাকবে ‘না' ভোট: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্কঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইলেক...

image

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার: মা‌নিকগ‌ঞ্জে খাদ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশে ১৫ টাকা কেজিদরে চাল পাবে ৫৫ লাখ পরি...

  • company_logo