
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : 'জাগো প্রিয় পাবনা-৩ এলাকাবাসী জাগো' স্লোগান নিয়ে পাবনার ফরিদপুর উপজেলায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন পাবনা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা।
গত রবিবার ও সোমবার দুইদিন বিকেল থেকে রাত পর্যন্ত ফরিদপুর উপজেলার ডেমরা, পার ফরিদপুর, বিএল বাড়ি ও দেওভোগ বাজার এলাকায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা ও সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন তিনি। সেইসঙ্গে তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা'র লিফলেটও বিতরণ করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন দোয়া ও সমর্থন চান রাজা। গণসংযোগকালে খেটে খাওয়া মানুষরা রাজাকে শুভেচ্ছা জানান ও উচ্ছাস প্রকাশ করেন।
গণসংযোগকােলে বিভিন্ন পথসভায় হাসানুল ইসলাম রাজা বলেন, সুদীর্ঘকাল ধরে পাবনা-৩ উন্নয়ন বঞ্চিত রয়েছে। বহিরাগত এমপিরা বার বার শোষণ করেছে। জনগণের প্রতি তাদের ন্যূনতম কমিটমেন্ট ছিল না। এ কারণে আমরা আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে স্থানীয় এমপি প্রার্থীর দাবিতে সবাই জেগে উঠুন। ঘরে ঘরে আওয়াজ তুুলুন, আমরা স্থানীয় এমপি প্রার্থী চাই। বহিরাগত কাউকে এমপি হতে দেবো না। বাইরের লোক, হায়ার করা প্লেয়ার দিয়ে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে না। তাই আপনারা দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষ আপনারা আমার পাশে এসে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।
রাজা আরো বলেন, আমি পাবনা-৩ এলাকার হতদরিদ্র, সুবিধা বঞ্ছিত, আপামর জনসাধারণের পাশে আছি, থাকবো। যারা এই এলাকার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন তাদের বিরুদ্ধে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম করে যাবো। তাই আপনাদের আহবান জানাবো আমার এই যুদ্ধে আপনারা আমার পাশে দাঁড়ান। আপনাদের সহযোগিতা সমর্থন পেলে আমি এই তিন এলাকা থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি দূর করবো, মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমার জীবনের মূখ্য ভূমিকা হচ্ছে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা। আমি আপনাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ এলাকার অস্তিত্ব রক্ষা করার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করে আমার জন্য কাজ করবেন এবং আপনাদের জন্য কাজ করার সুযোগ দিবেন আশা করি।
এ সময় তার সঙ্গে চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, যুবদল নেতা আলামিন তালুকদার, ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নওগাঁ প্রতিনিধি: প্রথমবারের মতো নওগাঁয় দুইদিনব্যাপী বাংলা ইশ...
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বাড়িতে গ...
জামালপুর প্রতিনিধি : বিএনপি নেতা বলেছেন, জুলাই গণঅভূথানের বছরপূতির মাহেন্দ্রক...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই-আগষ্...
মন্তব্য (০)