
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : বিএনপি নেতা বলেছেন, জুলাই গণঅভূথানের বছরপূতির মাহেন্দ্রক্ষনে এসে বলতে চাই, আমরা ইসলামপুর থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের উৎখাত করব। শিক্ষার উন্নয়ন করব। বন্যা নিয়ন্ত্রন করব। কৃষিতে উৎপাদন জন্য কৃষকদের পাশে থাকব। আরও অনেক কিছু নিয়েই আধুনিক ও উন্নত ইসলামপুর গড়ব।’
জামালপুরের ইসলামপুর উপজেলায় ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন ও জুলাই গণঅভুথান দিবস উপলক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট) বিকালে ইসলামপুর উপজেলা বিএনপি আয়োজিত ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন ও জুলাই গণঅভুথান দিবস উপলক্ষে আয়োজিত মিছিল পরবর্তী পথসভায় এসব কথা বলেন সাবেক ছাত্রনেতা, তরুন রাজনীতিবিদ, সমাজসেবক ও বিএনপির অন্যতম সংগঠক শরিফুল ইসলাম খান ফরহাদ।
ইসলামপুর সরকারী কলেজ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে ফ্যাসিবাদ পতন দিবস উদযাপনের জন্য র্যালি বের হয়। ফরহাদ খানের নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পরিভ্রমন শেষ করে থানা মোড়ের বটতলায় গিয়ে পথসভা করেন।
এই কর্মসূচিতে বিএনপির নেতা কর্মী ছাড়া অসংখ্য সাধারন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও ইসলামপুর সরকারী কলেজের সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারন সম্পাদক পনির আহমেদ।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারনায় ইসলামপুর উপজেলার সর্বত্র চষে বেড়াচ্ছেন ফরহাদ খান। যার কারনে বিএনপির সমর্থকদের কাছে এখন তিনি খুবই পরিচিত একজন সংগঠক হিসেবে বিবেচিত হচ্ছেন।
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে তিস্তা এলাকার বন্যা কবলিত...
নওগাঁ প্রতিনিধি: প্রথমবারের মতো নওগাঁয় দুইদিনব্যাপী বাংলা ইশ...
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বাড়িতে গ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই-আগষ্...
মন্তব্য (০)