• জাতীয়

ইসির নিবন্ধন সংশোধিত কাগজপত্র জমা দিয়েছে ৬০ দল

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত হওয়ার জন্য এখন পর্যন্ত ৬০টি দল সংশোধিত কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে। নিবন্ধনপ্রত্যাশী ১৪৫টি দলের মধ্যে এখনও কাগজপত্র জমা দেয়নি ৮৫টি দল।

ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরও জানান, আগামী বুধবার কাগজপত্র দাখিলের জন্য নির্ধারিত সময়ের ১৫ দিন পার হবে।
 
এর আগে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ১৪৫টি দল নির্বাচন কমিশনে আবেদন জমা দেয়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে সব দলের কাগজপত্র ও তথ্যের ঘাটতি পায় ইসি। এর পর ১৬ জুলাই থেকে সব দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দেওয়া হয়। এই চিঠিতে প্রয়োজনীয় ও সংশোধিত কাগজপত্র ও তথ্যাদি জমা দিতে বলা হয়েছে।

গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। ‎তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সাংবিধানিক সংস্থাটি। ওই সময় পর্যন্ত নিবন্ধনের জন্য ১৪৫টি দল মোট ১৪৭টি আবেদন করে।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এ ছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম-কানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব নিয়ম-কানুনই সাধারণত দেখা হয়।

নিবন্ধন প্রক্রিয়ায় দলের আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এর পর সেই দলগুলোর তথ্য সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ দেয় ইসি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।

মন্তব্য (০)





image

নদীর পানি বৃদ্ধি: দেশের ১০ জেলায় হানা দিতে পারে বন্যা

নিউজ ডেস্কঃ টানা ভারী বৃষ্টিপাতের ফলে দেশের অধিকাংশ নদীর পান...

image

‎দেশে নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চল...

image

‎৫ আগস্ট সরকারি ছুটি: বন্ধ থাকবে ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠান

নিউজ ডেস্কঃ সরকার আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থা...

image

আবহাওয়ার নতুন বার্তা, দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি ...

নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের অধ...

image

জুলাই আন্দোলনে হত্যায় জড়িত পুলিশের বিরুদ্ধে ১১ মাসে মামলা...

নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনে হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্য...

  • company_logo