
ছবিঃ সংগৃহীত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শুনার দুইঘন্টা পর হৃদযন্ত্রের ক্রিয়া ( হার্ট অ্যাটাক) বন্ধ হয়ে ছেলের মৃত্যু হয়েছে। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার(৩ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
নিহত মো. হাসমত আলী (৮৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে ও নিহত হাসমত আলীর ছেলে মো. বাবুল মিয়া (৫০)। নিহত বাবা শ্রীপুর সাবরেজিস্টার অফিসে এবং ছেলে টংগী সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক ছিলেন।
স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন জানান, নিহত হাসমত আলী দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিলো তার । আজ সকালের দিকে তিনি মারা যান। বিষয়টি নিহতের ছেলে বাবুলকে জানায় তার স্বজনরা। জানানোর সঙ্গে সঙ্গে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা তুহিন বলেন, এমন মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর খবর শুনার দু'ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই কষ্টের এবং বেদনার।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃত্যুর খবর শুনার দু'ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খুঁড়া হচ্ছে। জানাজা নামাজ একই সময়ে অনুষ্ঠিত হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদকঃ উত্তরাঞ্চলে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আস...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আলামিন মোল্লা (২৬)...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক মাদক বিরো...
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিভিন্ন সময় চুরি ও হওয়া হারিয়ে যাওয়া মোবাইল ফোন...
মন্তব্য (০)