• বিনোদন

বিবাহবিচ্ছেদের রেশ না কাটতেই যে সিদ্ধান্ত নিলেন শ্রাবন্তীর সাবেক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার নিয়ে বহুবার চর্চায় এসেছে। সেই চর্চা নেটিজেনদের মাঝে এখনো থেমে নেই। এর মধ্যেই শোনা গেল নতুন খবর।

২০১৯ সালে পাঞ্জাবি মতে চণ্ডীগড়ে গোপনে বিয়ে করেছিলেন শ্রাবন্তী ও রোশন সিং। তবে এক বছর যেতে না যেতেই সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। চলতি বছর গত এপ্রিল মাসে শ্রাবন্তী ও রোশনের বিচ্ছেদে আইনি সিলমোহর দেন আদালত। শেষ পর্যন্ত তাদের পথ আলাদা হয়ে যায়। এই তিন মাসের মাথায় নতুন সংসার বুনতে চলেছেন শ্রাবন্তীর সেই সাবেক স্বামী রোশন সিং।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোশন সিং বেশ কিছু দিন ধরেই এক বাঙালি কন্যার সঙ্গে সম্পর্কে ছিলেন; তার সঙ্গেই পড়লেন সাতপাকে বাঁধা। রোশন নিজেই এ কথা ঘোষণা করেছিলেন সামাজিক মাধ্যমে। 

রোশন সিংয়ের সেই প্রেমিকার নাম অনামিকা মৈত্র। সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণার পর একটি বিয়ের কার্ড শেয়ার করেন শ্রাবন্তীর সাবেক স্বামী। সেখানে দেখা যায়, গত ২৮ জুলাই ছিল তাদের বিয়ের তারিখ। বিয়ের কার্ডে দেখা যায়, রোশন ও অনামিকা পেছন ফিরে হাঁটছেন— ওপরে লেখা ‘রোশন ওয়েডস অনামিকা’। 

আর জুটি হিসেবে নিজেদের নাম মিলিয়ে তৈরি করেছেন ‘রোশানা’। এ সম্পর্কের ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন রোশন, একাধিকবার অনামিকার সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন ।

কলকাতার মেয়ে অনামিকা মৈত্র। এমএসসি করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ করেছেন সিম্বোসিস ইনস্টিটিউট থেকে। ফেসবুক প্রোফাইলে তার রিলেশনশিপ স্ট্যাটাসে স্পষ্ট লেখা রয়েছে— ‘ইন এ রিলেশনশিপ উইথ রোশান’।

 

মন্তব্য (০)





  • company_logo