• বিনোদন

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : বলিউডের ‘বাদশাহ’ নামে খ্যাত শাহরুখ খান দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। এ বছর অনুষ্ঠিতব্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননায় ভূষিত হচ্ছেন তিনি।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক্সক্লুসিভভাবে জানিয়েছে, শাহরুখ খানকে এবার জাতীয় পুরস্কারের তালিকায় রাখা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে।

গত বছর মুক্তি পাওয়া ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন শাহরুখ। সমালোচক মহলও তার পারফরম্যান্সকে অভূতপূর্ব বলে আখ্যায়িত করে। এই সিনেমাতেই প্রথমবার জাতীয় পুরস্কারের স্বাদ পাচ্ছেন বলিউড বাদশাহ।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এর পরের তিন দশকে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র-‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’সহ বহু সুপারহিট সিনেমা। তবে ২০২৩ সাল তার ক্যারিয়ারে নতুন অধ্যায় রচনা করে। ওই বছর মুক্তি পাওয়া ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ ভারতের প্রেক্ষাগৃহে মিলিয়ে ৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন। এই তিন ছবির সম্মিলিত আয় ভারতে ১৩০০ কোটি রুপি ছাড়িয়ে যায় এবং বিশ্বব্যাপী সংগ্রহ করে ২৫০০ কোটির বেশি।

শাহরুখ খান এরই মধ্যে পেয়েছেন অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও বক্স অফিসের অগণিত রেকর্ড। পেয়েছেন ফিল্মফেয়ারসহ একাধিক মর্যাদাপূর্ণ সম্মাননা। তবে এখনো পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার কাছে অধরাই ছিল। অবশেষে ‘জওয়ান’ সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে।

বর্তমানে শাহরুখ ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘কিং’–এর শুটিংয়ে। আলোচিত এই ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে। আরও বড় খবর-এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটবে শাহরুখের কন্যা সুহানা খানের।

তিন দশকেরও বেশি সময় ধরে কোটি ভক্তকে বিনোদিত করা এই তারকার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিঃসন্দেহে এক অনন্য স্বীকৃতি। শাহরুখ ভক্তদের জন্য এটি যেমন আনন্দের খবর, তেমনি ভারতীয় সিনেমার ইতিহাসেও একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

মন্তব্য (০)





image

নতুনরূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : 

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া চলতি বছরের রোজ...

image

বিবাহবিচ্ছেদের রেশ না কাটতেই যে সিদ্ধান্ত নিলেন শ্রাবন্তী...

নিউজ ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তি...

image

বিগ বসে রাজনীতিবিদ সালমান খান!

নিউজ ডেস্ক :  রিয়েলিটি শো ‘বিগ বস’ আবার ফিরছে। গতকাল রা...

image

পডকাস্ট শোতে জীবনের না বলা কথা শোনাবেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে শুরু হচ্ছে নতুন পড...

image

ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন ডলি জহুর

বিনোদন ডেস্ক :  বিনোদন জগতের ছোট ও বড়— দুই পর্দার জনপ্রিয় কিংবদন্ত...

  • company_logo