• লিড নিউজ
  • জাতীয়

৩০০ সংসদীয় আসনের ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হচ্ছে: নির্বাচন কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

‎বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আনোয়ারুল ইসলাম।

‎ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে সুপারিশ জমা দিয়েছে। সংসদীয় ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তন হচ্ছে। গাজীপুরে একটি আসন বাড়ছে এবং বাগেরহাটে একটি আসন কমছে।

‎এ নির্বাচন কমিশনার বলেন, সীমানা পুনঃনির্ধারণ আইন ২০২১ সেই ২১ এর ৬ ধারায় বলা হয়েছে সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি- এ তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করতে হবে। তবে আদমশুমারি ২০২২ অনুযায়ী কিছু বিষয় আছে অসামঞ্জস্যপূর্ণ। আমাদের হালনাগাদ ভোটার সংখ্যা আছে। ভোটার সংখ্যার ভিত্তিতে কমিটি এভারেজ আসনভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন। সেটি হলো ৪ লাখ ২০ হাজার, অর্থাৎ ৩০০ আসনের এবার ভোটার সংখ্যা হলো ৪ লাখ ২০ হাজার। উনারা ভোটারের সংখ্যার ভিত্তিতে একটা গ্রেডিং করেছেন। সেটি হচ্ছে সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়।

‎আনোয়ারুল বলেন, কারিগরি কমিটি ফাইন্ড আউট করেছেন, সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায় সেখানে একটি আসন কমানোর প্রস্তাব করেছেন। সেই আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

‎এ নির্বাচন কমিশনার বলেন, টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ভোটার হচ্ছে গাজীপুর। আর বাগেরহাট জেলায় সবচেয়ে কম। মানে বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের প্রস্তাব হচ্ছে যে, বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা ও ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে।

‎যে ৩৯ আসনের সীমানায় পরিবর্তন আসছে- পঞ্চগড় -১ ও ২, রংপুর- ৩, সিরাজগঞ্জ - ১ ও ২, সাতক্ষীরা- ৩ ও ৪, শরিয়তপুর- ২ ও ৩, ঢাকা- ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর- ১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ- ৩, ৪ ও ৫, সিলেট- ১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া- ২ ও ৩, কুমিল্লা ১, ২, ১০ ও ১১, নোয়াখালী ১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম- ৭ ও ৮, বাগেরহাট - ২ ও ৩ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।

মন্তব্য (০)





image

কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা: আইন উপদেষ্টা

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে বলে...

image

আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী ...

image

‎জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে আজই আলোচনা শেষ করতে চায় কমিশন...

নিউজ ডেস্কঃ জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গ...

image

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ অ্যাকাউন্টের ৫ কো...

নিউজ ডেস্কঃ ‘আমি খালেদা জিয়া বলছি’ এমনভাবে বিএনপ...

image

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

নিউজ ডেস্ক : জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যো...

  • company_logo