• আন্তর্জাতিক

ফিলিস্তিনের স্বীকৃতিতে প্রাধান্য দেবে ফ্রান্স ও সৌদি

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধের অবসান ও শান্তিপূর্ণ সমাধানের অংশ হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির লক্ষ্যে জাতিসংঘে তিন দিনের সম্মেলন শুরু করেছে সৌদি আরব ও ফ্রান্স। গত সোমবার এ সম্মেলন শুরু হয়। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ঘোষণার কয়েক দিন পর এ সম্মেলন শুরু হলো। গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করে ইসরায়েলের লাখো মানুষকে মৃত্যুঝুঁকিতে ফেলা ও প্রতিদিন মানুষ হত্যার প্রেক্ষাপটে নতুন করে বিশ্বব্যাপী ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টি সামনে এসেছে।

গতকাল মঙ্গলবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, আলোচনার উদ্বোধন অনুষ্ঠানে সোমবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, সম্মেলনটি অন্যান্য ইউরোপীয় দেশের জন্য ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। যদিও ব্যারোট কোনো দেশের নাম বিশেষভাবে উল্লেখ করেননি। তবে জল্পনা চলছে, যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর চাপ বাড়ছে। তাঁর নিজ দলের এমপিরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য এ চাপ দিচ্ছেন। 

ব্যারোট বলেন, শুধু একটি রাজনৈতিক, দ্বিরাষ্ট্রীয় সমাধানই ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তায় বসবাসের বৈধ আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে। এর কোনো বিকল্প নেই। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, গাজা ও পশ্চিম তীরে ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় ৩০০ মিলিয়ন ডলার স্থানান্তরের জন্য বিশ্বব্যাংকের অনুমোদন চাইছে সৌদি আরব। তিনি বলেন, ১৯৬৭ সালে নির্ধারিত সীমান্ত বরাবর ‘পূর্ব জেরুজালেমকে রাজধানী করে’ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ‘বৈধ অধিকার’ রয়েছে ফিলিস্তিনিদের। এটি শুধু একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং দৃঢ় বিশ্বাস যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রই এ অঞ্চলে শান্তির আসল চাবিকাঠি। 

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কিয়ার স্টারমারকে বাধা দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে একটি মন্ত্রিসভা বৈঠকে স্টারমার বিষয়টি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। ট্রাম্পকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করা হলেও এ ক্ষেত্রে তিনি স্টারমারকে বাধা দিচ্ছেন না। 

গাজায় আগ্রাসন ও গণহত্যার মধ্যে বিশ্বব্যাপী ইসরায়েলের গ্রহণযোগ্যতা আরও কমছে। একের পর এক দেশ ফিলিস্তিনকে সমর্থন দিয়ে সহায়তায় এগিয়ে আসছে।

 

মন্তব্য (০)





image

ইসরাইলের কাছে আত্মসমর্পণ ও অস্ত্র সমর্পণ নয়: হিজবুল্লাহ

নিউজ ডেস্কঃ হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম আন্তর্জাতিক মহলের ...

image

‎ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় একদিনে শতাধিক নিহত, মৃতের সংখ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১০৪ জনের ...

image

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় ৭ জন কারাগারে

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এক বা...

image

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পশ্চিমা ...

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া...

image

ভারতের চেয়ে ভালো বাংলাদেশের জিডিপি: মহুয়া মৈত্র

নিউজ ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা মহুয়া মৈত্র অনুপ্রব...

  • company_logo