
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার বিরতিতে দুপুরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শাকিল উজ্জামান বলেন, জুলাই সনদে অবশ্যই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ নয় মাসেরও বেশি সময় ধরে অসংখ্য হামলা, মামলা এবং নির্যাতনের মধ্য দিয়ে এই আন্দোলন সফল হয়েছিল।
তিনি বলেন, এই আন্দোলনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে নির্যাতন করেছিল। একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. রাশেদ খাঁনকে ১৫ দিন রিমান্ডে নির্যাতন করা হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরিকুলকে ছাত্রলীগ হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেফিন এখনো চোখে স্প্লিন্টার নিয়ে কষ্টের জীবন কাটাচ্ছেন।
তিনি আরও বলেন, আমি নিজেও এই আন্দোলনে ব্যাপক নির্যাতন সহ্য করেছি এবং আমার পরিবারকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। এই রকম অসংখ্য ছাত্র-জনতার নির্যাতন শিকারের মধ্য দিয়েই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন সফলতার মুখ দেখেছিল।
শাকিল উজ্জামান বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি স্থাপন করেছে। তাই জুলাই সনদে এই আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা যথাযথভাবে স্বীকৃতি পাওয়া অত্যন্ত জরুরি।
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলা...
নিউজ ডেস্ক : সরকারের যেকেনো ভুল সিদ্ধান্ত দেশের গণতন্ত্র উত্তরণের পথকে স...
নিউজ ডেস্ক : জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে চলমান বিভ্রান্তি দূর করতে...
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে লাশের সঙ্গে যে বর্বরতা ও নির...
নিউজ ডেস্কঃ যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছে, পক্ষান্তরে তারা...
মন্তব্য (০)