• তথ্য ও প্রযুক্তি

মারুতির প্রথম বৈদ্যুতিক গাড়ি, কী কী ফিচার থাকছে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড মারুতি সুজুকি। সংস্থাটি তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি ই-ভিটারা আনতে যাচ্ছে বাজারে। মারুতি সুজুকির এই ইভি কোম্পানির হার্টটেক্ট ই-প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে। এতে অনেক আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। এর শক্তিশালী ব্যাটারি প্যাক ও দীর্ঘ রেঞ্জ আরও বেশি আনন্দদায়ক করবে ভ্রমণ।

এই বৈদ্যুতিক এসইউভিতে রয়েছে বিভিন্ন ধরনের এলইডি ডেটাইম রানিং লাইট, যা এর লুককে স্টাইলিশ করে তোলে। এর সামনে একটি ফাঁকা ক্লোজড গ্রিল রয়েছে, যার উপরে মারুতির বড় লোগো রয়েছে। এই গাড়িটি ১০টি ভিন্ন রঙের বিকল্পে পাওয়া যাবে, যা গ্রাহকদের তাদের পছন্দ অনুযায়ী রং বেছে নেওয়ার বিকল্প দেবে।

এই গাড়ির কেবিন বিলাসবহুল ও আরামদায়ক। এতে চারটি ডুয়াল-টোন ইন্টেরিয়র অপশন থাকবে, যা এর কেবিনকে আরও প্রিমিয়াম দেখাবে। গাড়িতে স্প্লিট-ফোল্ডিং সিট রয়েছে, যেগুলো আরও লাগেজের জন্য ভাঁজ করা যায়। এছাড়া এতে রয়েছে ডুয়াল স্ক্রিন ডিসপ্লে, যাতে থাকবে নতুন অপারেটিং সিস্টেম।

মারুতি ই-ভিটারায় প্যানোরমিক সানরুফ মাল্টিকালারড অ্যাম্বিয়েন্ট লাইটিং আর ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের মত ডিজিটাল ফিচার্স অন্তর্ভুক্ত থাকবে। এই সিস্টেমটি ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করবে।

এই বৈদ্যুতিক এসইউভি অ্যাডিএএস লেভেল ২ প্রযুক্তিতে সজ্জিত, যা এই গাড়িটিকে আরও নিরাপদ এবং উন্নত করে তোলে। এতে ক্রুজ নিয়ন্ত্রণ রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণ করে। লেন কিপ অ্যাসিস্ট ফিচার গাড়িটিকে সঠিক লেনে রাখতে সাহায্য করে।

ই-ভিতারায় অনেক সেফটি ফিচার্স থাকবে বলে আশা করা হচ্ছে। গাড়িটিতে লেন কিপ অ্যাসিস্ট আর অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলের মত উন্নত সেফটি ফিচার্স থাকবে। নিরাপত্তার কথা মাথায় রেখে এসইউভিতে ৭টি এয়ারব্যাগের সুবিধে থাকবে, যা চালক ও যাত্রী উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করবে। যা সব ভ্যারিয়ান্টে একটি আদর্শ বৈশিষ্ট্য হবে।

এসইউভি ই ভিটারা দুটি ব্যাটারি প্যাক বিকল্পের সঙ্গে আসবে, এটি ১৪১ বিএইচপি শক্তি উৎপন্ন করে ও ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। ই-ভিটারা ১৭১ বিএইচপি শক্তি উৎপন্ন করে এবং এক চার্জে প্রায় ৫০০ কিলোমিটার রেঞ্জ দেবে। উভয় ব্যাটারি ভেরিয়েন্টেই ১৮৯ এনএম এর পিক টর্ক পাওয়া যাবে।

এই বছরেই অর্থাৎ ২০২৫ সালেই সেপ্টেম্বর মাসে এই গাড়িটি আসতে চলেছে ভারতের বাজারে। মোট ৫টি ভ্যারিয়ান্টে বাজারে পাওয়া যাবে মারুতির এই ই-ভিটারা গাড়ি। এর মধ্যে সিগমা ভ্যারিয়ান্টের এক্স শোরুম দাম হবে ১৮ লাখ রুপি এবং ডেল্টা ভ্যারিয়ান্টটি আনুমানিক ১৯ লাখ ৫ হাজার রুপিতে এক্স শোরুম দামে পাওয়া যাবে।

 

মন্তব্য (০)





image

গুগল সার্চে আসছে পরিবর্তন

তথ্য প্রযুক্তি ডেস্ক : সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগল নত...

image

প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটবট চ্যাটজিপিটি হচ্ছে— ওপেনএআইয়ের তৈরি ...

image

জানা গেলো আইফোন ১৭ প্রো-এর ডিজাইন, ক্যামেরা কেমন হবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : সেপ্টেম্বরেই বাজারে আসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স...

image

ফোনে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড চেক করবেন যেভাবে

নিউজ ডেস্ক : প্রায় সবাই এখন ঘরে ওয়াই-ফাই ব্যবহার করেন। অনেক সময় এমন হয় য...

image

অব্যবহৃত ডাটা-মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত হবে কি না জানা...

নিউজ ডেস্ক : অব্যবহৃত ডাটা ও কলটাইম (মিনিট) পরবর্তী প্যাকেজের সঙ্গে যুক্...

  • company_logo