
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের অন্যতম মাধ্যমিক স্তরের শিক্ষায়তন ডি এ জয়েন উদ্দিন স্কুলের পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউসি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
শনিবার (১৯ জুলাই) বেলা ৩টায় সরকারি অফিস আদেশ অনুযায়ী তিনি স্কুল পরিদর্শন করেন।
স্কুলের অবকাঠামো, শিক্ষা কার্যক্রম পরিচালনা, গ্রন্থাগার, আইসিটি ল্যাব পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি স্কুলের সার্বিক খোঁজ খবর নেন এবং নীতিমালা অনযায়ী শর্ত পুরন হলে স্বীকৃতির ব্যাপারে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
স্কুল পরিদর্শনকালে মাউসি’র পরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ড. এ. কে. এম শফিউল আজম, রাজশাহী অঞ্চলের পরিচালক মো. আসাদুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম সাইফুল ইসলাম, (পিএসসি,এনডিসি), চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী, পাবনা জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শফিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফা, চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশিদ আলম মিলন, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরকেএম আব্দুর রব মিঞা, ডিএ জয়েন উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক সন্ধ্যা কীরিটী, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুনসহ উপজেলার বিভিন্ন কলেজ,হাইস্কুলের প্রধান শিক্ষক,শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রতিনিধিঃ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কলেজ শিক্ষার্থী জোবায়ের মৃত্য...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই চাঁপাইনবাবগঞ্জ ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপর উজিরপুর এল...
চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধিঃ অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জের জোহুরপুর সিমান্ত অত...
মন্তব্য (০)