
ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে শহীদদের স্মরণে গোপালপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি — “এক শহীদ, এক বৃক্ষ”।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় শহীদ ইমনের বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বাড়ির আঙিনায় একটি বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. সাইদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এখলাছ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, এবং উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ জোলহাস উদ্দিন।
এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগ, এবং বাস্তবায়নে ছিল উপজেলা প্রশাসন ও গোপালপুর উপজেলা বন কর্মকর্তার কার্যালয়।
আয়োজকরা জানান, “শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশ রক্ষার এই উদ্যোগ সমাজে সচেতনতা সৃষ্টি করবে।”
গাজীপুর প্রতিনিধিঃ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কলেজ শিক্ষার্থী জোবায়ের মৃত্য...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই চাঁপাইনবাবগঞ্জ ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপর উজিরপুর এল...
চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধিঃ অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জের জোহুরপুর সিমান্ত অত...
মন্তব্য (০)