• সমগ্র বাংলা

আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 রংপুর ব্যুরোঃ ২৪শের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর নজির গড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার মঞ্চে আসন গ্রহণ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। মঞ্চের সামনে দর্শক সারিতে বসেছেন দুই উপদেষ্টাসহ অতিথিরা।শুধু তাই নয়, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে করা হয়েছে এ অনুষ্ঠানের প্রধান অতিথি।

বুধবার (১৬ জুলাই) সকাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হচ্ছে শহীদ আবু সাঈদ স্মরণে ‘জুলাই শহীদ দিবস’।

একটি প্রতিবাদী কণ্ঠ রক্তাক্ত হয়েছিল গত বছরের এই দিনে।তার বুক চিতিয়ে দাঁড়ানো এখন ইতিহাস।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভার মঞ্চে শহিদ আবু সাঈদের পরিবারা।

সেই আত্মত্যাগকে স্মরণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পালিত হলো শহিদ আবু সাঈদের ১ম মৃত্যুবার্ষিকী ও জুলাই শহীদ দিবস। শুরুতেই লাল ব্যাচ পরে শোকর‌্যালী করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। যারা আবু সাঈদের স্বপ্নকে ধরে রাখতে চান জীবনের দাবিতে।

অনুষ্ঠানের মূল মঞ্চে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের পাশে বসেছেন আরও ২১ জন শহীদের পরিবারের সদস্যরা।অন্যদিকে, দর্শক সারিতে বসেছেন অন্তর্র্বতী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসং¯’ান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল এবং পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

একই সারিতে বসেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য ড. তানজীমউদ্দীন খান, বেরোবি উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল প্রমুখ।

ছাত্রদের আন্দোলন, আত্মত্যাগ ও স্মৃতিকে মর্যাদা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেরোবি উপাচার্য ড. শওকাত আলী বলেন,আমরা শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছি। শহীদরা আমাদের গর্ব, তাদের পরিবারের সদস্যরা আমাদের মূল অতিথি।

এর আগে বুধবার সকাল সাড়ে ৭টায় পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে একটি শোক র‌্যালি বের করা হয়। সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করা হয় আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর এবং তার নিহত হওয়ার স্থানে ‘আবু সাঈদ চত্বর’ ঘোষণার মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু করা হয়।

এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে সকাল থেকেই শহীদ আবু সাঈদের কবরের চারপাশে নীরবতা ভাঙে কান্না, শোক আর শ্রদ্ধার স্রোতে।শহীদ আবু সাঈদের কবরে ফুল হাতে দাঁড়িয়েছিলেন তার মা-বাবা, শিক্ষক, সহপাঠী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জুলাই আন্দোলনের এ মহানায়কের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল জানান, শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এরপরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা সেই শেখ হাসিনার আমলে বিচার করতে আসিনি। আমরা আশাবাদী, অন্তর্র্বতীকালীন সরকারের শাসনামলে আবু সাঈদ হত্যাকান্ডের বিচার আপনারা দেখে যাবেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আবু সাঈদের মৃত্যুর ভিডিও দেখে একজন অভিভাবক হিসেবে বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছিল, আমাদের আর ভয় পাওয়ার অধিকার নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। মৃত্যুর জন্য সে প্র¯স্তত ছিল।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ বহু ভাবে মারা যায়। কিš‘ তার মতো এভাবে কেউ মারা যাননি। এটা জেনে শতশত তরুণ আত্মত্যাগ করেছে। আবু সাঈদ হত্যাকান্ডের বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

এসময় সম্মানিত অতিথি হিসেবে পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান প্রমুখ উপস্থিত ছিলেন

মন্তব্য (০)





image

জামালপুরে ৩০ বছরের বিরোধ মীমাংসা করলো পুলিশ

জামালপুর প্রতিনিধি : পিতার সময় থেকে বিরোধ। সেই বিরোধ থেকে মামলা। দুই পক্ষের স...

image

শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ দূর হয়েছে :...

পাবনা প্রতিনিধিঃ বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের ...

image

আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে: আবু হানিফ

কিশোরগঞ্জ প্রতিনিধি: গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্...

image

মানিকগঞ্জে ২১ অসচ্ছল সংস্কৃতিসেবী পেল কল্যাণ ভাতার চেক

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ   মানিকগঞ্জে অসচ্ছল সংস্কৃতিসেবীদের...

image

যথাযথ মর্যাদায় নওগাঁয় জুলাই শহিদ দিবস পালন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে। দিবস উ...

  • company_logo