
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের চেয়ে মাতৃত্বকেই তিনি বেশি গুরুত্ব দেন। তার ভাষায়, “বিয়ে নয়, আমি মা হতে চাই। একজন মানুষ হিসেবে নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে চাই।”
শ্রুতি আরও বলেন, “বিয়ের ধারণাটা আমাকে ভয় পাইয়ে দেয়। কাগজে চুক্তির মাধ্যমে সম্পর্ককে আইনি রূপ দেওয়া আমার কাছে অস্বস্তিকর।” তবে তিনি ভালোবাসা বা সম্পর্কের প্রতি অনাস্থা প্রকাশ করেননি। বরং প্রতিশ্রুতিতে বিশ্বাসী একজন মানুষ হিসেবে শ্রুতি মনে করেন, একবার সম্পর্কে জড়ালে তিনি নিজেকে পুরোপুরি নিবেদন করেন।
বিয়ে নিয়ে দ্বিধা থাকলেও, মাতৃত্বের প্রতি শ্রুতির গভীর আকাঙ্ক্ষা রয়েছে। ভবিষ্যতে দত্তক নেওয়ার বিষয়টিও তিনি বিবেচনা করছেন। তার মতে, “সন্তান পালন শুধু জৈবিক বিষয় নয়, এটি একটি মানসিক ও নৈতিক দায়িত্ব, যেখানে বাবা-মা উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
এক প্রশ্নে তিনি বলেন, ‘অনেকে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করে, এটা কত নম্বর প্রেমিক? কিন্তু আমার কাছে এটা সংখ্যা নয়— প্রতিটা বিচ্ছেদ একেকটা বেদনার গল্প।’
কমল হাসানের কন্যা হিসেবে পরিচিত হলেও, শ্রুতি আজ নিজের নামেই পরিচিত। কখনো বলিউড, কখনো দক্ষিণী সুপারস্টারদের পাশে, আবার কখনো সাহসী ফটোশুটে—সব ক্ষেত্রেই তিনি নিজের মতো করে বাঁচেন।
সম্প্রতি রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা মুক্তির অপেক্ষায়। অভিনয়ের বাইরেও তিনি একজন গায়িকা ও সুরকার। কিন্তু তার জীবন দর্শনটাই যেন সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার—‘আমি যে জীবন বেছে নিয়েছি, তা হয়তো সবার মতো নয়। তবে আমি এতে খুশি।’
বিনোদন ডেস্কঃ আসিফ হাসান সাগর মিডিয়া পাড়ায় যিনি লায়ন নামে পরিচিত। এতদিন ...
বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হ...
বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নাম...
বিনোদন ডেস্কঃ রাশমিকা মান্দানা এবং রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল&r...
বিনোদন ডেস্কঃ ২৯ জুন, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জমকালো আয়...
মন্তব্য (০)