
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ সেনা নিহত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এ তথ্য জানায় ‘মিডল ইস্ট মনিটর’।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন প্রাণ হারিয়েছেন অভিযান সংশ্লিষ্ট দুর্ঘটনায়, যা মোট নিহত সেনাদের প্রায় ১৬ শতাংশ।
বিজ্ঞাপন
‘ফ্রেন্ডলি ফায়ার’-এ (অর্থাৎ নিজেদের সেনাদের ছোড়া গুলিতে) নিহত হয়েছেন ৩১ জন। এ ছাড়া গোলাবারুদ বিস্ফোরণে ২৩ জন, সাঁজোয়া যানচাপায় ৭ জন এবং অজ্ঞাত গুলিবর্ষণে মারা গেছেন আরও ৬ জন।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৩২ সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে অভিযান-সংশ্লিষ্ট দুর্ঘটনায়। কর্মক্ষেত্রে সরঞ্জাম নিয়ন্ত্রণ বা পড়ে গিয়ে নিহত হয়েছেন আরও ৫ সেনা। সর্বশেষ এমন ঘটনা ঘটে ৩ জুলাই রাতে, তবে বিস্তারিত জানানো হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৮৮২ সেনা নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে স্থল অভিযানে নিহত ৪৪০ জন।
অন্যদিকে, ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।
আন্তর্জাতিক ডেস্কঃ বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের আক...
আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরে সাম্প্রতিককালের ভয়াবহতম সংঘাতে জড়িয়েছিল ভারত-পাক...
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘নিরপেক্ষ’ অবস্থান প্রকাশ ক...
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ১২ দিনব্যাপী ই...
আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক ও বেসরকারি ড্রোন নির্মাতাদের জন্য ২৩ কোটি ৪০ ল...
মন্তব্য (০)