
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘নিরপেক্ষ’ অবস্থান প্রকাশ করলেও বাস্তব চিত্র ভিন্ন—এমনটাই ইঙ্গিত দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাসের সঙ্গে বেলজিয়ামের ব্রাসেলসে চার ঘণ্টার এক বৈঠকে ওয়াং ই জানান, বেইজিং চায় না রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরাজিত হোক। কারণ, তাতে যুক্তরাষ্ট্র পুরোপুরি চীনকে ঘিরে ফোকাস করতে পারবে।
এ বিষয়ে অবহিত এক ইউরোপীয় কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ওই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, সাইবার নিরাপত্তা, তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে ‘কঠিন কিন্তু সম্মানজনক’ আলোচনা হয়।
চীনের প্রকাশ্য বক্তব্যে ইউক্রেন ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান, যুদ্ধবিরতি ও আলোচনা চাওয়া হলেও, ওয়াং ই’র এই ব্যক্তিগত মন্তব্য চীনের গভীর ভূরাজনৈতিক আগ্রহের ইঙ্গিত দেয়।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হলে তা যুক্তরাষ্ট্রকে ইউরোপে ব্যস্ত রাখবে, ফলে ইন্দো-প্যাসিফিকে চীনের ওপর চাপ কমবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার আবারও বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করেন, ‘চীন ইউক্রেন সংকটের পক্ষ নয়। আমরা চাই আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান হোক এবং এই সংঘাত দীর্ঘায়িত না হয়।’
রাশিয়ার আগ্রাসনের আগেই প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার সঙ্গে ‘সীমাহীন অংশীদারিত্ব’ ঘোষণা করেছিলেন। এরপর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হয়েছে।
চীন যদিও সামরিক সহায়তার অভিযোগ অস্বীকার করছে, ইউক্রেন বেশ কয়েকটি চীনা কোম্পানিকে ড্রোন উপাদান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানির জন্য নিষিদ্ধ করেছে। সম্প্রতি কিয়েভে রাশিয়ার চালানো হামলায় ব্যবহৃত একটি ‘গেরান-২’ ড্রোনের ধ্বংসাবশেষে ‘মেড ইন চায়না’ চিহ্ন দেখা গেছে।
ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ‘ওডেসায় রুশ হামলায় চীনা কনসুলেটের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে—এই যুদ্ধে রাশিয়া কেবল ইরান ও উত্তর কোরিয়া নয়, চীনা নির্মাতাদেরও জড়াচ্ছে।’
এ বছর রাশিয়ার পক্ষে ইউক্রেনে কিছু চীনা নাগরিক যুদ্ধ করছেন বলে অভিযোগ ওঠে। তবে বেইজিং এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, কোনো চীনা নাগরিক যেন কোনো পক্ষের হয়ে যুদ্ধ না করে, সেই আহ্বান পূর্বেও জানানো হয়েছিল।
আন্তর্জাতিক ডেস্কঃ বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের আক...
আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরে সাম্প্রতিককালের ভয়াবহতম সংঘাতে জড়িয়েছিল ভারত-পাক...
আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে ভুলবশত নিজেদের ছ...
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ১২ দিনব্যাপী ই...
আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক ও বেসরকারি ড্রোন নির্মাতাদের জন্য ২৩ কোটি ৪০ ল...
মন্তব্য (০)