• খেলাধুলা

রত্নায়েকে বল করছেন দুই হাতেই!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দুই হাতেই বল করতে পারেন, এমন বোলার শ্রীলঙ্কা দলে আগেই ছিল। কামিন্দু মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে চলমান গল টেস্টে খেলছেনও। সেই শ্রীলঙ্কা দলে আরও এক ‘সব্যসাচী’ বোলার চলে এসেছেন। সেই বিরল স্পিনারের নাম থারিন্দু রত্নায়েকে। আজ বাংলাদেশের বিপক্ষে তার স্রেফ অভিষেকই হয়নি, প্রথম সেশনে তুলে নিয়েছেন ২ উইকেটও। 

থারিন্দুর জন্ম ১৯৯৬ সালের ১৮ এপ্রিল, মারাভিলায়। দীর্ঘদিন ধরেই দলের দুয়ারে কড়া নাড়ছিলেন। ঘরোয়া ক্রিকেট এবং ‘শ্রীলঙ্কা এ’ দলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৭৩টি ম্যাচ খেলে ৩৩৭টি উইকেট নিয়েছেন রত্নায়েকে। তার বোলিং গড় ২৯.৩০। এর মধ্যে রয়েছে ২৬টি ইনিংসে পাঁচ উইকেট এবং পাঁচটি ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি। 

ডান আর বাম দুই পায়েই পারদর্শী খেলোয়াড় ফুটবলে হরহামেশাই দেখা যায়। তবে ক্রিকেটে দৃশ্যটা খুব বেশি পরিচিত নয়। সে কারণে কামিন্দু মেন্ডিসকে নিয়ে আলোচনা হয়েছে বেশ। এবার হচ্ছে রত্নায়েকেকে নিয়েও। প্রথম স্পেলে যখন বোলিংয়ে এসেছিলেন তিনি, তখন তার শক্তিশালী হাত কোনটা, তা নিয়েও ছোট্ট একটা আলোচনা হয়ে গেছে দুই ধারাভাষ্যকারের।

থারিন্দুর শক্তির জায়গা হচ্ছে বাঁহাতি স্পিনে। তবে ডানহাতি অফ-ব্রেকেও তিনি নিখুঁত। আজ তো বোলিংয়ের শুরুটাও করেছিলেন ডান হাতেই। এই হাতে বল করেই সাদমান ইসলাম আর মুমিনুল হকের উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে এরপর থেকে আর উইকেটের দেখা পাচ্ছিলেন না তিনি। সে কারণে ৩৯তম ওভারের শেষ বল থেকে বাঁহাতে বোলিং করতে শুরু করেন রত্নায়েকে। 

থারিন্দুর এই দুই হাতে বোলিংয়ের দক্ষতা তাকে বাড়তি সুবিধা দিচ্ছে বৈকি। বিশেষ করে যখন উইকেটে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন থাকে ব্যাটিং দলের, তখন ম্যাচ আপের সুবিধা তিনি দারুণভাবেই নিতে পারেন। তবে শুধু বোলিং নয়, থারিন্দু দুই হাতে লিখতেও জানেন! জানিয়েছেন দুই ধারাভাষ্যকার।

এদিকে ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য রয়েছে তার। নিচের দিকের ব্যাটার হলেও তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১,৭৬১ রান করেছেন, গড় ২১.৪৭। করেছেন ৯টি হাফ-সেঞ্চুরি, যেখানে সর্বোচ্চ স্কোর ৮৬।

শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার জন্য এই দুই হাতে বল করতে পারা এক বিরল কৌশলগত সুবিধা এনে দিতে পারে। গলের টার্নিং পিচে থারিন্দুর বৈচিত্র্যপূর্ণ বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বৈকি।

প্রবাথ জয়াসুরিয়ার সঙ্গে একজন নির্ভরযোগ্য স্পিন সঙ্গী খুঁজছিল শ্রীলঙ্কা। প্রথম সেশনে দুই উইকেট তুলে নিয়ে থারিন্দু রত্নায়েকে জানান দিলেন, তিনি এসেছেন সেই শূন্যস্থান পূরণ করতেই। 

মন্তব্য (০)





image

বিপিএলে আসছেন ‘সিলেটের জামাই’ মঈন আলি

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলির স্ত্রী যুক্তরাজ্যে বড় হল...

image

১৫ বছরের ‘বিস্ময়বালক’কে দলে নিচ্ছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল সেল্টিকের প্রতিশ্র...

image

৯৫ বলে ১৭১ করে রেকর্ড গড়লেন সেই সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক : আন্ডার-১৯ এশিয়া কাপে শুক্রবার দারুণ এক ইনিংস খেললেন ভার...

image

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজারা

স্পোর্টস ডেস্ক : গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গো...

image

অনন্য নজির গড়ে সাকিবদের এলিট ক্লাবে বুমরাহ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটবিশ্বে পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে...

  • company_logo