
ছবিঃ সিএনআই
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে কোরবানির পশুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের মাত্র ৪০ মিনিটের মধ্যেই ট্রাকসহ প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গরু ও মহিষ অক্ষত অবস্থায় উদ্ধার করে চমক দেখিয়েছে পুলিশ।
বুধবার (৪ জুন) বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে মঙ্গলবার (৩ জুন) দিবাগত মধ্যরাতে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বাঘুন এলাকায় এ নাটকীয় ঘটনাটি ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কয়েকজন গরু ব্যবসায়ী পাবনার ভেড়া উপজেলার বিভিন্ন হাট থেকে ১০টি গরু ও ৩টি মহিষ কিনে ট্রাকে করে ফিরছিলেন। ট্রাকে চালকসহ মোট ছয়জন ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে তারা গাজীপুরের জয়দেবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়ক ধরে বাঘুন এলাকায় পৌঁছালে একটি পিকআপ এসে তাদের ট্রাকের গতিরোধ করে। এরপর ছিনতাইকারীরা ট্রাকে উঠে চালক, সহকারী ও ব্যবসায়ীদের মারধর ও জিম্মি করে পিকআপে তুলে নেয় এবং ট্রাকটি নিয়ে দ্রæত এলাকা ত্যাগ করে।
এ সময় কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া মোড়ে রাতের টহলে থাকা কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মিলন মিয়া এক পথচারীর কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে তাৎক্ষণিক ধাওয়া শুরু করেন এবং মোবাইল ফোনে স্থানীয়দের সহায়তা চান। স্থানীয়দের সহযোগিতায় চরসিন্দুর ব্রিজ এলাকায় যানবাহন চেক করা হয় এবং পুলিশও পেছন থেকে এগিয়ে আসে।
পরিস্থিতি বুঝতে পেরে ছিনতাইকারীরা ট্রাক ফেলে পিকআপে করে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জগামী সড়কে পালিয়ে যায়। পরে কালীগঞ্জ ও কাপাসিয়া থানা পুলিশের যৌথ অভিযানে গরু-মহিষসহ ট্রাকটি উদ্ধার করা হয় এবং পিকআপে থাকা ছয়জন জিম্মিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
গরু ব্যবসায়ীরা জানান, পাবনা থেকে ফেরার পথে টাঙ্গাইলে বিরতি নিয়ে তারা রাতের খাবার খেয়েছিলেন। তাদের ধারণা, সেখান থেকেই ছিনতাইকারীরা তাদের পিছু নেয়।
কালীগঞ্জ থানার এসআই মিলন মিয়া জানান, “ছিনতাইয়ের খবর পেয়েই তৎপর হই এবং স্থানীয়দের সহায়তায় দ্রæত উদ্ধার অভিযান চালাই। পুরো অভিযানে সময় লেগেছে মাত্র ৩০-৪০ মিনিট।”
কাপাসিয়া থানার এসআই সাইদুর রহমান বলেন, “সংবাদ পাওয়ার পরপরই ছিনতাইকারীদের ধাওয়া করা হয় এবং তারা জিম্মিদের ফেলে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ থানার জিম্মায় হস্তান্তর করা হয়।”
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, “ছিনতাই হওয়া গরু-মহিষ ও জিম্মিদের উদ্ধার করে নিরাপদে তাদের মালিকদের কাছে হন্তান্তর করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসি...
নিউজ ডেস্ক : ভুয়া বিল তৈরি করে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাতের অ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলাধীন আটঘর ইউনি...
দিনাজপুর প্রতিনিধিঃ অবৈধভাবে পারাপারের সময় বিরলের কিশোর...
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
মন্তব্য (০)