• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে পাকিস্তান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে—ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। একইসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, সাধারণ জনগণের জন্য স্বস্তির ব্যবস্থাও রাখা হবে নতুন বাজেটে।

রোববার ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আহসান ইকবাল জানান, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা হবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ বিষয়ে কোনো চাপ দেয়নি।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তানের (আইইপি) মহাসচিব ইঞ্জিনিয়ার আমীর জমিরের নেতৃত্বে এই প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।  বৈঠকে পানি-সম্পর্কিত প্রকল্পের অগ্রাধিকার দেওয়া, ভারতের পানি আগ্রাসনের জবাব, ও ডায়ামার-ভাশা বাঁধসহ জলসম্পদ প্রকল্পসমূহের দ্রুত বাস্তবায়নের কথা বলেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী।

তিনি জানান, বাজেট ঘোষণায় বিলম্বের কারণ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশ সফর ও ঈদের ছুটি, আইএমএফের কোনো চাপ এখানে কাজ করেনি।

তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ কর্মসূচি চালুর কথাও জানান আহসান ইকবাল।  প্রকৌশলীদের দাবি নতুন বাজেটে অন্তর্ভুক্ত করার আশ্বাসও দেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আহসান ইকবাল বলেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক সাফল্যের মাধ্যমে পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে। তবে তিনি ইমরান খানের নেতিবাচক প্রতিক্রিয়ার সমালোচনা করেন এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতীয় ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকর হতে পারে।

মন্তব্য (০)





image

এবার নতুন অস্ত্র প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৮ মে রাত ৮টার কিছুক্ষণ পর ভারতের উত্তরাঞ্চলীয় শহর ...

image

বড় আন্দোলনের জন্য প্রস্তুতির আহ্বান ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্কঃ দেশজুড়ে একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি ন...

image

মদ বিক্রির খবরে অবস্থান স্পষ্ট করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ৭৩ বছর ধরে চলমান মদ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খ...

image

এবার পাকিস্তানের সাধারণ জনগণকে গুলির হুমকি নরেন্দ্র মোদির

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের জনগণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধ...

image

এবার স্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন ফরাসি প...

আন্তর্জাতিক ডেস্কঃ  সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে ...

  • company_logo