ছবিঃ সংগৃহীত
অর্থনীতি ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যেখানে ২০২৪ সালের একই সময়ে রপ্তানি ছিল ৪৬৩ কোটি ডলার। ফলে বছর ব্যবধানে রপ্তানি বেড়েছে ১৩৪ কোটি ডলার, আর প্রবৃদ্ধির হার ২৯ শতাংশ।
ইউরোপিয়ান পরিসংখ্যান দপ্তরের সবশেষ হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বাজারটিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে থাকা চীন রপ্তানি করে ৬৬৭ কোটি ডলার। দেশটির প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ। রপ্তানিকারক দেশের তালিকায় কিছুটা পিছিয়ে থাকা ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোতেও রয়েছে ধারাবাহিক প্রবৃদ্ধি। তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের রপ্তানি ৪ শতাংশ কমে নেমেছে ২৩৬ কোটি ডলারে। তিন মাসে বিশ্ববাজার থেকে ২ হাজার ৪৬৫ কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গুলো। যেখানে প্রবৃদ্ধি প্রায় ১৭ শতাংশ।
নিউজ ডেস্ক : মার্কিন ফেডারেল রিজার্ভের কোয়ার্টার-পয়েন্ট সুদের হার কমানোর...
নিউজ ডেস্ক : তৈরি পোশাক খাতে নারীর নেতৃত্ব ও সমতা জোরদারে ঢাকায় শি লিডস ...
নিউজ ডেস্ক : চলতি মাস ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্য...
নিউজ ডেস্ক : আমরা ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়েছি—এ সত্য স্...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

মন্তব্য (০)