
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ মে) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও আসেননি তিনি।
তবে দুদক সূত্র জানা গেছ, আজ টিউলিপকে তলব করা হলেও তিনি বা তার কোনো প্রতিনিধি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। এর আগে বৃহস্পতিবার (৮ মে) ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেয়ার জন্য তাকে তলব করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট রেজিস্ট্রির মাধ্যমে দখল নেওয়া এবং সেটির বিনিময়ে কোনও অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগের বিষয়ে দায়ের হওয়া মামলার তদন্ত করছে দুদক। গত ১৫ এপ্রিল মামলাটি দায়ের করা হয়।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ নৌবাহিনী এবং বিআইডব্লিউটি’র ব্যবস্থাপনায় ২১ জ...
আন্তর্জাতিক ডেস্কঃ সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দা...
নিউজ ডেস্কঃ পবিত্র হজপালন শেষে দেশে ফিরেছেন ৪০ হাজার ৫২০ জন হাজি। শুক্রব...
নিউজ ডেস্কঃ হজ শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব...
নিউজ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, নগরভবনের অচলাবস্থার জন্য একমাত্র ...
মন্তব্য (০)