
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। সেখানে মাঝে মধ্যেই নিজের ক্যারিয়ার ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবার এক পোস্টে ক্ষোভ ঝারলেন এ অভিনেত্রী। কিন্তু কার ওপর কিংবা কেন?
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম।’ একটি পোস্ট শেয়ার করে দুটি করপোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছেন এ অভিনেত্রী।
জানা গেছে, স্বামী ও স্ত্রী দু’জনের নির্দেশে একটি বিড়ালছানাকে তাদের গৃহকর্মী মেরেছে। সেই বিড়ালটি মৃত্যুশয্যায়। যা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। এ অভিনেত্রী লিখেছেন, ‘ঘটনা ঘটেছে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে। ইলমার ছোট ভাই স্কুল থেকে ফিরে একটি বিড়ালের করুণ কান্নার শব্দ শুনে তাকে জানায়। আতঙ্কিত ইলমা ছুটে যান উপরের তলায়। গিয়ে দেখেন, প্রতিবেশী এবং তার স্ত্রীর বাসার দরজা খোলা এবং তাদের গৃহকর্মী একটি সাদা বিড়ালকে ধাতব রড দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে।’
‘ইলমা ছুটে গিয়ে বিড়ালটিকে রক্ষা করেন এবং তখনই বুঝতে পারেন―এই নির্যাতনের শিকার বিড়ালটি তারই আদরের শিশু বিড়াল, মাত্র ৫ মাস বয়সী। ও কাঁপছিল, কাঁদছিল, চলতে পারছিল না, আর নাক দিয়ে রক্ত ঝরছিল।’
এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া তৈরি করলে এ ব্যাপারে একটি করপোরেট প্রতিষ্ঠান পদক্ষেপ নেবে বলে পোস্ট দেয় তার অফিশিয়াল ফেসবুক পেজে। সেটিই শেয়ার করে সাদিয়া আয়মান লিখেছেন, ‘ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম।’ মূলত বিড়াকে মারার নির্দেশদাতা স্বামী ও স্ত্রীকে উদ্দেশ করেই এমনটা লিখেছেন অভিনেত্রী। একইসঙ্গে করপোরেট প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানিয়েছেন সাদিয়া আয়মান।
বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাক...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে...
বিনোদন ডেস্কঃ বলিউডে এখনো অন্যতম সবচেয়ে আলোচিত এক প্রশ্ন! কবে বিয়ে হবে সালমান...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠ শিল্পী মমতাজ বেগমক...
বিনোদন ডেস্কঃ পহেলগাঁওকাণ্ডে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বলিউড অঙ্গনে পাক...
মন্তব্য (০)