• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ভারতের যে পদক্ষেপে হামলা চালাতে ভাববে না পাকিস্তানঃ খাজা মুহম্মদ আসিফ

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ  সিন্ধু নদীর ওপর কোনো ধরনের বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করলে ভারতে হামলার চালোনোর ক্ষেত্রে ভাববে না পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ এ কথা বলেছেন।

শুক্রবার (২ মে) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিতি হয়ে খাজা আসিফ বলেন, ‘কামান বা বন্দুকের গুলি ছুড়লেই আগ্রাসন হয় না। আগ্রাসন চালানোর বহু পথ আছে। যেমন সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া একপ্রকার আগ্রাসন। কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হবে।’

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালায়। এতে ২৬ পর্যটক নিহত হয়। 

ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত, দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনা, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি।

তবে হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে স্থল ও আকাশসীমা বন্ধ, পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে।

পেহেলগামে হামলার পর যদিও ভারতের পক্ষে থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে খাজা আসিফ মনে করেন— এখনও দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘যুদ্ধের হুমকি আমরা এড়িয়ে যেতে পেরেছি— এখনও এমনটা ভাবার সময় আসেনি।’

মন্তব্য (০)





image

কৌশলগত মিত্র হিসেবে ভারতের ভূমিকার প্রশংসায় ক্যারোলিন লিভিট

অনলাইন ডেস্কঃহোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ইন্দো-প্রশান্ত মহ...

image

ইরান ইউরেনিয়াম যেখানে লুকিয়েছে সেখানেই হামলা হবে: ক্যারোল...

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়...

image

এবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একজোট পাকিস্তান-তুরস্ক

অনলাইন ডেস্কঃ তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনের ফ...

image

নেতানিয়াহু একদিন থাকবে না, কিন্তু ইরান থাকবে: দিমিত্রি ম...

অনলাইন ডেস্কঃ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের উ...

image

ইসরায়েল ‘সন্ত্রাস ছড়াচ্ছে’ জাতিসংঘে মুখ ফসকে মার্কিন রাষ্...

অনলাইন ডেস্কঃ জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে ভুলবশত ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে &...

  • company_logo