
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার শেষ হয়। ২০২৪-২০২৫অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী “কৃষক জিএপি সার্টিফিকেশন” বিষয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দুইদিনে উপজেলার ৮টি ইউনিয়নের ১২৫জন কৃষক-কৃষাণী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করে।
সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান ও সনদপত্র বিতরণ করেন পার্টনার প্রোগ্রামের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো: আব্দুল লতিফ। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, সরোয়ারদি হোসেন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে ফসলের জমিতে কিটনাশক স্প্রে করার নিয়ম, পানি ও মাটি পরীক্ষা করার প্রয়োজনীয়তাসহ কৃষির নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মাগুরা প্রতিনিধি: 'গুজব ও অপতথ্যরোধে গণমাধ্যমের ভূম...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এ...
লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো....
পাবনা প্রতিনিধিঃ ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারী বিষয়ক সংষ্কার ক...
মন্তব্য (০)