• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তান-ভারত ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে এবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি ভারতের খুব কাছের এবং আমি পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। সম্ভবত তার চেয়েও বেশ।’ পরে এই লড়াই দু’দেশের মধ্যে ১৫০০ বছরের বলে উল্লেখ করেন তিনি।

তবে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলাকে খারাপ ঘটনা বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘সেটা ছিল একটা খারাপ ঘটনা। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে যা সবসময়ই ছিল এবং পরিস্থিতি একই রকম।’

দু’দেশের এই উত্তেজনাকর পরিস্থিতি সমাধানে বেশ আশাবাদী ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে ভারত ও পাকিস্তান কোনো না কোনো উপায়ে তাদের বিরোধ সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি।’

ভারত-শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের দ্বারা বেসামরিক লোকদের ওপর মারাত্মক হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। এ বিষয়ে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন ।

কাশ্মীর ১৯৪৭ সালে তাদের স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছে। এরপর থেকে উভয় দেশ পূর্ণ এলাকা দাবি করলেও পৃথক পৃথক অংশ শাসন করে তারা। বিদ্রোহী গোষ্ঠীগুলো পূর্ণ অঞ্চলের স্বাধীনতার জন্য ১৯৮৯ সাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিদ্রোহ চালিয়েছে।

সর্বশেষ গত মঙ্গলবার (২২ এপ্রিল) অঞ্চলের পেহেলগামে বন্দুকধারীদের হাতে ২৬ জন নিহতের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পরে দুইদেশে। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তোলে ভারত এবং দেশটির বিরুদ্ধে সিন্ধু চুক্তি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নেয়। 

পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধসহ পাল্টা বেশ কিছু পদক্ষেপ নেয়। দু’দেশের শীর্ষ নেতারাও একে অপরকে আক্রমণাত্মক বাণী দিচ্ছেন। এমন পরিস্থিতিতে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের শীর্ষ নেতারা।

মন্তব্য (০)





image

পাকিস্তান পারমাণবিক শক্তিধর, কেউ হামলা করার সাহস করবে না:...

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও প...

image

পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালালো ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পেহেলগামে গেল সপ্তাহে সন্ত্রাসী হামলার পর ভ...

image

হজযাত্রীদের জন্য কড়া সতর্কবার্তা সৌদির

আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে ন...

image

বিশেষ চিঠি গেলো নরেন্দ্র মোদির কাছে, যা লেখা আছে

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্য...

image

এবার কাশ্মীরে হামলার নতুন ভিডিও মুহূর্তেই ভাইরাল, যা জানা...

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পাহালগামে সংঘটিত হামলার সময় পর্যটকদের অসহা...

  • company_logo