• বিনোদন

নিজের গোপন কথা ফাঁস করলেন কাজল

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করলেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল। কাজল কেন তার পদবি ব্যবহার করেন না, সেই কথাই আজ ফাঁস করলেন বলি নায়িকা।

কাজল একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা ও চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তার দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন এবং  দাদা কুমারসেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। এদিকে তার পিতামহ শশধর মুখার্জি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তাই নিদ্বিধায় বলা যায়, সিনেমাজগতেরই মেয়ে অভিনেত্রী কাজল।

এদিকে দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট-২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন কাজল। যেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল৷ অভিনেত্রী কখনই তার নামের পাশে কোনো পদবি ব্যবহার করেন না। কেন তার পদবি ব্যবহার করেন না, সে কথাই জানালেন কাজল। 

তার নামের সঙ্গে পদবি ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে কাজল বলেন, তিনি পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন। অভিনেত্রী বলেন, যখন তিনি বলিউডে পা রেখেছিলেন, তখন তার মা তনুজা তার পদবি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং দাদা-দাদুর বংশের কথাও বলেছিলেন। 

 

অভিনেত্রী বলেন, তিনি নিজের প্রতি সৎ থাকতে চান এবং বংশের বোঝা বহন করতে চান না। তাই তিনি কেবল তার প্রথম নাম ‘কাজল’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আশা করেছিলেন— এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে।

কাজল বলেন, এটি একান্ত নিজের পছন্দ ছিল। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আমি অনুভব করেছি যে, আমি কারোর পক্ষ নিতে চাইনি। তিনি বলেন, আমি নিজের প্রতি সৎ থাকতে চেয়েছিলাম, বংশের বোঝা চাইনি। তাই আমি ভেবেছিলাম, যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার ওপর এত চাপ থাকবে না।

উল্লেখ্য, অভিনেত্রী কাজলকে পরবর্তীতে কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ দেখা যাবে। যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন। তার অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র প্রবাসীকে কি সত্যিই বিয়ে করেছেন জায়েদ খান!

বিনোদন ডেস্কঃ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত...

image

পাকিস্তানে হানিয়াকে পানির বোতল পাঠাল ভারতীয় তরুণ, ভিডিও ভ...

বিনোদন ডেস্কঃ ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার উত...

image

অবশেষে ৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আ...

image

‘একটু আদরে আমাকে রাখো’, রহস্যময় স্ট্যাটাস মাহির

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি। ‘ভালোবাসার ...

image

এবার অভিনেতা সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্...

  • company_logo